<p>প্লাস্টিক যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা এখন বেশিরভাগ মানুষই জানেন। এ জন্য প্লাস্টিকের কাপে বা গ্লাসে চা-পানি বা কোনো পানীয় খাওয়ার অভ্যাস অনেক কমেছে। প্লাস্টিকের সেই জায়গাটা দখল করে নিয়েছে কাগজের কাপ বা গ্লাস।</p> <p>অনেকেই মনে করেন, কাগজের কাপে খেলে আমাদের স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব পড়ে না। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন ভিন্ন কথা। মূলত, কাগজের কাপ তৈরিতে মোম বা প্লাস্টিক ব্যবহার করা হয় এবং যখন গরম জিনিস এতে রাখা হয়, তখন এর সঙ্গে রাসায়নিক মিশে যায়। </p> <p>আপনিও যদি এই ধরনের কাপ ব্যবহার করেন, তাহলে সময় থাকতে সাবধানতা অবলম্বন করুন। জেনে নিন কাগজের কাপ কতটা ক্ষতিকারক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নারকেলের দুধে কী উপকার, জেনে খাচ্ছেন তো?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/03/12/1741768938-3a4067ddc9f9d84c03bc3ae7df1c374b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নারকেলের দুধে কী উপকার, জেনে খাচ্ছেন তো?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/03/12/1491469" target="_blank"> </a></div> </div> <p><strong>কাগজের কাপ কেন ক্ষতিকারক</strong></p> <p>কাগজের কাপ তৈরিতে রাসায়নিক ও মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয়। গরম জিনিসের সংস্পর্শে এসে এই কাপগুলো দ্রবীভূত হয়। যা থাইরয়েড ও অন্যান্য গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়।</p> <p>এই ধরনের কাপে বিসফেনল ও বিপিএ রাসায়নিক প্রচুর পরিমাণে উপস্থিত রয়েছে। এই কাপে গরম চা বা কফি ঢালা মাত্রই এতে উপস্থিত রাসায়নিক পদার্থ দ্রবীভূত হতে শুরু করে এবং ক্যান্সারের মতো রোগের কারণ হতে পারে।</p> <p>কাগজের কাপ শুধু আমাদের স্বাস্থ্যের জন্যই নয়, পরিবেশের জন্যও ক্ষতিকর। পোড়ানোর সময় ক্ষতিকারক রাসায়নিকগুলো নিষ্পত্তি করা এবং ছেড়ে দেওয়া কঠিন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন যে আপডেট নিয়ে আসছে টেলিগ্রাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/03/12/1741767002-c11cfbf9a9a68103dc44c29bc7338e00.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন যে আপডেট নিয়ে আসছে টেলিগ্রাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/info-tech/2025/03/12/1491459" target="_blank"> </a></div> </div> <p>কাগজের কাপ ব্যবহার করলে এসিডিটি ও পেটের অন্যান্য সমস্যা হতে পারে। কারণ গরম জিনিসের সংস্পর্শে এলে ছোট ছোট কণা ভেঙ্গে দ্রবীভূত হয়ে যায়।</p> <p><strong>কী ব্যবহার করবেন</strong></p> <p>এসব রোগ থেকে দূরে থাকতে চাইলে কাগজের কাপ ব্যবহার এড়িয়ে চলুন। এর পরিবর্তে সিরামিক বা স্টেইনলেস স্টিলের কাপ ব্যবহার করতে পারেন। বাইরে চা-কফি খেলে মাটির ভাঁড়ে খেতে পারেন। এটি শুধু পরিবেশের জন্যই ভালো না, স্বাস্থ্যের জন্যও উপকারী হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শরীরে দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে যেসব খাবার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/03/12/1741764261-b9b254e390e9b0556bcc7d674ff10bc8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শরীরে দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে যেসব খাবার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/03/12/1491443" target="_blank"> </a></div> </div> <p>সূত্র : আজতক বাংলা</p>