<p>সঙ্গীর কাছে প্রতারিত হওয়া যেকোনো মানুষের কাছেই দুঃস্বপ্নের মতো। সেটা বিয়ের আগে হোক বা পরে। বিশ্বাস ভাঙা ভালোবাসার বন্ধন ভাঙার মতো। এমনকি মন ভাঙার পরে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও আগের সেই বন্ধন এবং পুরনো অনুভূতিগুলোকে বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব। বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের ‘প্রতারক’ হিসেবে দেখানো হয়। তবে শুধু পুরুষ নয়, নারীরাও প্রতারণা করেন।  </p> <p>মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ওপিনিয়ন রিসার্চ সেন্টারের (এনওআরসি) ২০২২ সালের গ্লোবাল সোশ্যাল সার্ভেতে (জিএসএস) এমন কিছু চমকপ্রদ বিষয় পাওয়া গেছে। সমীক্ষায় ২০ শতাংশ পুরুষ এবং ১৩ শতাংশ নারী তাদের সঙ্গীর সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নারকেলের দুধে কী উপকার, জেনে খাচ্ছেন তো?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/03/12/1741768938-3a4067ddc9f9d84c03bc3ae7df1c374b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নারকেলের দুধে কী উপকার, জেনে খাচ্ছেন তো?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/03/12/1491469" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া ইউকে গবেষণা এবং ডেটা অ্যানালিটিক্স ফার্ম ২০১৯ সালের সমীক্ষায় এক হাজারেরও বেশি বিবাহিত ব্যক্তির ওপর একই রকম ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২০ শতাংশ পুরুষ এবং ১০ শতাংশ নারী তাদের জীবনসঙ্গীর সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন।</p> <p>গত কয়েক দশকে প্রতারণা করছেন, এরকম নারীর সংখ্যা ক্রমাগত বেড়েছে। ২০১০ সালে স্ত্রীরা তাদের স্বামীর সঙ্গে প্রতারণা করার প্রবণতা ২০ বছর আগের তুলনায় ৪০ শতাংশ বেশি পাওয়া গেছে। তবুও এই পরিসংখ্যানের মধ্যেও একটি মৌলিক প্রশ্ন থেকে যায় এবং তা হলো কেন নারীরা প্রতারণা করেন? বিশেষজ্ঞরা সম্ভাব্য কারণগুলো জানিয়েছেন। সেগুলো হচ্ছে—</p> <p><strong>একাকিত্ব</strong></p> <p>নারীরা পুরুষদের তুলনায় বেশি আবেগপ্রবণ হয়। তাদের সঙ্গীর কাছ থেকে একাকিত্ব বা মানসিক বিচ্ছেদের কারণে অপর ব্যক্তির সঙ্গে মানসিক ও রোম্যান্টিক সম্পর্ক নিয়ে কল্পনা করা শুরু করেন। সঙ্গী প্রচুর ভ্রমণ করলে স্বামী বা স্ত্রী দীর্ঘ সময় কাজ করলে বা স্ত্রীর অসুস্থতাসহ বিভিন্ন পরিস্থিতি থেকে এই ধরনের অনুভূতি দেখা দিতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন যে আপডেট নিয়ে আসছে টেলিগ্রাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/03/12/1741767002-c11cfbf9a9a68103dc44c29bc7338e00.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন যে আপডেট নিয়ে আসছে টেলিগ্রাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/info-tech/2025/03/12/1491459" target="_blank"> </a></div> </div> <p><strong>আত্মসম্মান</strong></p> <p>যখন একজন নারীর কম আত্মসম্মান থাকে, তখন এই পরিস্থিতি তাকে মনোযোগ, সম্মান ইত্যাদির মতো বিষয়গুলোর জন্য বাইরের লোকের দিকে তাকাতে পারে।</p> <p><strong>সম্পর্ক যখন সহজলভ্য</strong></p> <p>মনোবিদদের মতে, সমাজের সব থেকে বড় সমস্যাই হল সহজলভ্যতার ধারণা। অনেক কিছুর মতো সম্পর্কও এখন অনেক সহজলভ্য বলে মনে করেন অনেকেই। একটু চেষ্টা করতে পারলেই যেন মিলে যায় সব সমস্যার সহজ সমাধান। এই মানসিকতা ঢুকে পড়েছে সম্পর্কের ক্ষেত্রেও।</p> <p><strong>মানসিক ক্ষুধা</strong></p> <p>গবেষণায় দেখা গেছে, নারীরা তাদের সঙ্গীর সঙ্গে প্রতারণা করে তাদের মানসিক চাহিদা মেটানোর জন্য। যৌনতা সমীকরণের অংশও নয়। সম্পর্কটি শারীরিক বা মানসিক প্রকৃতির হোক না কেন, সেই নারী অন্য ব্যক্তির কাছ থেকে কথোপকথন, সহানুভূতি, সম্মান, প্রশংসা, সমর্থন কামনা করে, যা সে তার বর্তমান সম্পর্ক থেকে পাচ্ছে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্বাস্থ্যকর খাবারের নামে বিষ খাচ্ছেন না তো" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/03/11/1741680993-7afa33cc31c0833ecb1ad6816838d600.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্বাস্থ্যকর খাবারের নামে বিষ খাচ্ছেন না তো</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/prescription/2025/03/11/1490998" target="_blank"> </a></div> </div> <p><strong>সমাজে মানিয়ে নেওয়া</strong></p> <p>মনোবিদদের মতে, আজকাল সমাজে মানিয়ে নেওয়ার ব্যাপারটাই অনেক কমে গেছে। নিজের ক্যারিয়ারের ঝক্কি সামলে সম্পর্কের সূক্ষ্ম দিকগুলোর মানিয়ে নেওয়ার সময় কোথায়? এ ক্ষেত্রেও মেয়েরা সম্পর্ক থেকে মুক্তি পেতে প্রতারণার রাস্তাই বেছে নেন।</p> <p><strong>যৌন স্বাদে ভিন্নতা</strong></p> <p>আধুনিক যুগের ছেলেদের মত মেয়েরাও অনেক বেশি আধুনিক হয়ে গেছে। ছেলেরা যেমন বিভিন্ন যৌন স্বাদ পেতে ভালোবাসেন তেমনি এমন অনেক মেয়ে আছেন যারা বিভিন্ন ছেলেদের সঙ্গে যৌন স্বাদ গ্রহণ করতে চান। এরা এক পুরুষের মাঝে সকল সুখ খুঁজে পায় না। এ কারণেও এই মেয়েরা স্বামীর সঙ্গে প্রতারণা করে থাকে।</p> <p><strong style="font-size:1.25rem">আরো পড়ুন</strong></p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ধূমপানে কি চুল পড়ার সমস্যা বাড়ে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/03/11/1741687467-2aaebb018b628e8bdc4da5c79f6f351e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ধূমপানে কি চুল পড়ার সমস্যা বাড়ে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/03/11/1491056" target="_blank"> </a></div> </div> <p><strong>রাগ বা প্রতিশোধ</strong></p> <p>কিছু নারী তাদের মনে মধ্যে সঙ্গীর একটি আদর্শ ভাবমূর্তি নিয়ে একটি সম্পর্কে প্রবেশ করে। কিন্তু যখন সঙ্গী প্রত্যাশা পূরণ করতে পারে না এবং তাদের প্রতিটি প্রয়োজন ও ইচ্ছা পূরণ করতে অক্ষম হয়, তখন এটি সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে। এ ছাড়া কিছু লোক তাদের অতীত সম্পর্কের মতো অন্য কোনো কারণে তাদের সঙ্গীর প্রতি রাগ করতে পারে, যার কারণে তারা নিজেরাই প্রতিশোধ হিসেবে প্রতারণা শুরু করে।</p> <p>সূত্র : আজতক বাংলা</p>