<p>শুধু ইউরিক এসিডের পরিমাণ বাড়লেই পা ফুলে যাওয়ার সমস্যা দেখা যায় না। এর পিছনে আরো অনেক কারণ থাকতে পারে। ডায়াবেটিসের সমস্যা থাকলে অর্থাৎ হাই ব্লাড সুগার থাকলেও রোগীর পায়ে একাধিক সমস্যা দেখা দিতে পারে। <br /> একটা কথা জেনে রাখা প্রয়োজন, ডায়াবেটিসের মাত্রা বেশি হলে পা ফুলে যেতে পারে। তবে ইউরিক এসিড বেশি থাকলে মূলত পায়ের গোড়ালির অংশ ফুলে গিয়ে তীব্র যন্ত্রণা হতে দেখা যায়। আর ডায়াবেটিসের সমস্যা থাকলে পায়ের পাতা ফুলে যেতে পারে।</p> <p>এ ছাড়া হাই ব্লাড সুগারের সরাসরি প্রভাব যেহেতু পড়ে কিডনির ওপর, তাই শরীর থেকে দূষিত পদার্থ সঠিকভাবে বের হতে পারে না। কারণ কিডনি ঠিকভাবে কাজ না করলে শরীর থেকে টক্সিন বের হতে পারবে না। ফলে শরীর ভেতর থেকে পরিশ্রুত থাকবে না এবং পায়ের পাতার অংশে ফ্লুইড জমে তা ফুলে যেতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গ্লকোমার জন্য যাদের চক্ষু পরীক্ষা জরুরি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/03/11/1741684355-2d6e68d9162fe08405c0c87f02a81d8f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গ্লকোমার জন্য যাদের চক্ষু পরীক্ষা জরুরি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/prescription/2025/03/11/1491023" target="_blank"> </a></div> </div> <p><strong>হাই ব্লাড সুগার থাকলে পায়ে আর কী কী হতে পারে</strong></p> <ul> <li>হাঁটার সময় অনেক ক্ষেত্রেই আমরা পায়ে বেশ কিছু অস্বস্তি অনুভব করি। এসব অসুবিধা অবহেলা করলে বাড়লে বিপদ। যারা নিয়মিত হাঁটতে যান, তারা যদি প্রায়ই হাঁটুতে ঝিনঝিন ভাব অনুভব করেন তাহলে সতর্ক হওয়া জরুরি।</li> <li>হাঁটতে হাঁটতে আচমকা হাঁটু ঝনঝন করে উঠলে বুঝবেন এই লক্ষণ ডায়াবেটিসের ইঙ্গিত। এই অস্বস্তি এতটাই বাড়তে পারে যে হাঁটা বন্ধ করতে হয় সেই সময়। </li> <li>হাঁটতে বেরিয়ে সামান্য হাঁটার পরই যদি খুব ক্লান্ত লাগে তাহলে বুঝতে হবে হাই ডায়াবেটিসের কারণেই এই সমস্যা হচ্ছে। ডায়াবেটিস অর্থাৎ ব্লাড সুগারের মাত্রা কমাতে হাঁটার পরামর্শ দেন ডাক্তাররা। কিন্তু সেই হাঁটতে গিয়েই যদি সমস্যা হয় তাহলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। </li> <li>হাঁটাচলার সময় হাঁটুতে ঝিনঝিন ভাব হাই সুগারের পাশাপাশি হাই প্রেশার থাকলেও দেখা দিতে পারে। দুই ক্ষেত্রেই ক্রমশ দুর্বল হয়ে যায় স্নায়ু।</li> </ul> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘুমানোর যে ভুলে হতে পারে মেরুদণ্ডের ক্ষতি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/03/09/1741503594-ee37ac31fe30c0c80350eaf034f8ec1c.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘুমানোর যে ভুলে হতে পারে মেরুদণ্ডের ক্ষতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/03/09/1490108" target="_blank"> </a></div> </div> <ul> <li>হাই ব্লাড সুগার বা ডায়াবেটিসের কারণে অনেকসময় ধমনি দিয়ে সঠিক মাত্রায় রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এর ফলে মাসল ক্র্যাম্প হতে পারে। </li> <li>হাঁটার সময় পা ভারী হয়ে গেলে আচমকা হাঁটু কিংবা পায়ের অন্য অংশের পেশিতে টান ধরলে বুঝবেন ডায়াবেটিস রয়েছে। </li> <li>ডায়াবেটিস থাকলে পায়ের বিভিন্ন অংশ, বিশেষত পাতা ফুলে যেতে পারে। স্নায়ু দুর্বল হওয়ায় একটু হাঁটলেই অস্বাভাবিক ক্লান্তি লাগতে পারে।</li> <li>রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে ধমনি শক্ত হয়ে যায়। তার ফলে রক্ত ও অক্সিজেন সঠিকভাবে প্রবাহিত হতে পারে না।</li> </ul> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নারীদের প্রতি সম্মান জানিয়ে গুগলের বিশেষ ডুডল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/03/08/1741431509-636474c764b6c9060d0998cd5c33994c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নারীদের প্রতি সম্মান জানিয়ে গুগলের বিশেষ ডুডল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/info-tech/2025/03/08/1489773" target="_blank"> </a></div> </div> <p>সূত্র : এবিপি লাইভ</p>