<p style="text-align:justify">জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।</p> <p style="text-align:justify">মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কাজে ব্যস্ততা বাড়বে। থেমে থাকা কাজের অগ্রগতির সম্ভাবনা। পরিকল্পনা বাস্তবায়নে অন্যের সহযোগিতা পাবেন। সময়ের সঠিক ব্যবহার করুন। পরিবেশ আপনার পক্ষে থাকবে।</p> <p style="text-align:justify">বৃষ (২১ এপ্রিল-২০ মে): শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি হবে। বৈদেশিক যোগাযোগ ও বিদেশসংক্রান্ত কাজে ফলাফল আগের চেয়ে ভালো। কাছের কারো সমস্যায় সাহায্য করতে হবে। ইতিবাচক মনোভাবে সুফল পাবেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাবির কিছু শিক্ষক নিজেদের ‘ফ্যাসিবাদের দালাল’ প্রমাণে ব্যস্ত ছিলেন: নাহিদ ইসলাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/11/1739223011-938f47e34cc5b457d09edfd48a78ccee.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাবির কিছু শিক্ষক নিজেদের ‘ফ্যাসিবাদের দালাল’ প্রমাণে ব্যস্ত ছিলেন: নাহিদ ইসলাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/02/11/1479570" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মিথুন (২১ মে-২০ জুন): কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। কিছুটা আর্থিক চাপ থাকতে পারে। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। কাজ শুরুর পথে আটকে যাওয়ার আশঙ্কা। আবেগপ্রবণ না হয়ে সাহসী সিদ্ধান্ত নিন।</p> <p style="text-align:justify">কর্কট (২১ জুন-২০ জুলাই): যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতির সম্ভাবনা। সামাজিকতায় অর্থ ব্যয়। কোনো পরিকল্পনার অগ্রগতির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কাজের ফলাফলকে নির্দ্বিধায় গ্রহণ করুন। সুস্থ থাকুন।</p> <p style="text-align:justify">সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): মানসিক চাপ থাকবে। কর্মস্থলে প্রতিকূল পরিবেশেও মানিয়ে নিতে পারবেন। অধীন কর্মচারীর কারণে কোনো সমস্যা হতে পারে। সংকল্পের দৃঢ়তায় সুফল পাবেন। শরীরের যত্ন নেবেন।</p> <p style="text-align:justify">কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কোনো লাভজনক পরিবর্তন আসতে পারে। কর্মস্থলে জটিলতা দূর হবে। প্রতিকূল পরিস্থিতির হঠাৎ পরিবর্তন ও অগ্রগতির ইঙ্গিত রয়েছে। অন্যদের সঙ্গে মিলিতভাবে কাজ করে নিজের মধ্যে উদ্দীপনা আনুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/11/1739230753-2024b857ca124811561e72bd827cbcbb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/02/11/1479575" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): কর্মক্ষেত্রে কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন। চাপ থাকলেও কিছু ইতিবাচক সংবাদ পাবেন। ভূমি, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয় শুভ। যেকোনো পরিস্থিতিতে আপনাকে ধৈর্যশীল ও সহিষ্ণু হতে হবে।</p> <p style="text-align:justify">বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কোনো যোগাযোগে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায় কোনো পরিবর্তনের কথা ভাবতে পারেন। নিজের বুদ্ধি ও পরিশ্রম আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আবেগের বশে কাজে ভুল করবেন না।</p> <p style="text-align:justify">ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): আনন্দদায়ক কোনো সংবাদ পেতে পারেন। অর্থলাভ হতে পারে। ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। প্রিয়জনের মতামতকে অগ্রাধিকার দিন।</p> <p style="text-align:justify">মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): নতুন যোগাযোগ উৎসাহিত করবে। কোনো গুণের জন্য সমাদৃত হবেন। আয়ের ক্ষেত্রে আগের তুলনায় আশাপ্রদ জীবন সম্পর্কে ইতিবাচক থাকুন। হতাশ লোকদের এড়িয়ে চলুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়া আমাদের অঙ্গীকার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/11/1739224622-4c667ab4b7df6500c15adc076a6ce2f5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়া আমাদের অঙ্গীকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/02/11/1479571" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো কিছু হবে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। বিপর্যয় মোকাবেলায় পরিকল্পনা গ্রহণ করতে হবে। চিন্তা ও কর্মে আনতে হবে গতিশীলতা। শরীর ভালো থাকলেও যত্নের প্রয়োজন।</p> <p style="text-align:justify">মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কাজে উন্নতির যোগ আছে। মানসিক চাপ কিছুটা কমবে। যেকোনো কাজে দক্ষতার পরিচয় দিতে পারবেন। কোনো আশা পূরণের সম্ভাবনা আছে। ধৈর্য না হারালে ভালো থাকবেন।</p> <p style="text-align:justify">আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ। যোগাযোগ: ০১৭১১০৫৭৩৭৭. ই-মেইল: amasud9995@gmail.com www.astrologerahmedmasud.com</p>