<p style="text-align:justify">জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, এলাকাবাসীর হামলায় আহত ১৫" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/08/1738964257-6fcec683198649596e23b586ab19b9d3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, এলাকাবাসীর হামলায় আহত ১৫</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/02/08/1478255" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কোনো শুভ যোগাযোগ ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হবে। আপনার ধারণা অন্যের কাছে গ্রহণযোগ্য হবে। বকেয়া পুনরুদ্ধারে অগ্রগতি হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হবে।</p> <p style="text-align:justify">বৃষ (২১ এপ্রিল-২০ মে): অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক কাজে অংশীদার হতে পারেন। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। একাগ্রতার সঙ্গে কাজ করলে সুফল পাবেন। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।</p> <p style="text-align:justify">মিথুন (২১ মে-২০ জুন): কর্মক্ষেত্রে পূর্বের যোগাযোগ কাজে লাগবে। আয় কম বেশি বাড়বে। প্রতিকূল পরিস্থিতি হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। হাত ছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রচেষ্টা অব্যাহত রাখুন। সুস্থ থাকুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিআইএফের পর্যবেক্ষক হলেন এম জাকির হোসেন" height="66" src="https://asset.kalerkantho.com/files/shares/default-img.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিআইএফের পর্যবেক্ষক হলেন এম জাকির হোসেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/news/2025/02/08/1478253" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কর্কট (২১ জুন-২০ জুলাই): মানসিক চাপ থাকলেও দিন আনন্দে কাটবে। বিপর্যয় মোকাবেলায় পরিকল্পনা গ্রহণ করতে হবে। শারীরিক দিক থেকে সতর্ক থাকতে হবে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার সম্বাবনা।</p> <p style="text-align:justify">সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): কোনো পরিকল্পনা পরীক্ষামূলকভাবে প্রয়োগের ক্ষেত্রে আজকে দিনটি ভালো। প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি সুন্দর মুহূর্ত গড়ে তুরবে। কাজে গতি আসবে। আলোচনা ও সংলাপে সফলতা পাবেন। মন ভালো রাখুন।</p> <p style="text-align:justify">কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কাজে উন্নতির যোগ প্রবল। বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। পরিকল্পনা বাস্তবায়নে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিন। সবার সঙ্গে মিলে মিশে কাজ করুন। ভালো থাকুন।</p> <p style="text-align:justify">তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): দিনটি শুভাশুভ মিশ্রিত। সব এ কিছু নিজের ইচ্ছানুসারে হবে না। কিছুটা মানসিক অস্থিরতা থাকতে পারে। প্রিয়জনের সমস্যায় চিন্তিত থাকতে পারেন। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সময়োচিত সিদ্ধান্ত নিন। কাজে মনোযোগ দিন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, এলাকাবাসীর হামলায় আহত ১৫" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/08/1738964257-6fcec683198649596e23b586ab19b9d3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, এলাকাবাসীর হামলায় আহত ১৫</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/02/08/1478255" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): আজ কাজের চাপ একটু বাড়তে পারে। সহকর্মীর সহযোগিতা প্রয়োজন হতে পারে। যেকোনো সমস্যায় অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে হবে। সাফল্য লাভের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে অগ্রসর হবে।</p> <p style="text-align:justify">ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): পুরনো সমস্যার জট খুরবে। যৌথ কাজে অগ্রগতি হবে। উপার্জন হলেও আর্থিক চাপ থাকবে। কোনো ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিতে পারে। সঠিক বুদ্ধির প্রয়োগে অবস্থার পরিবর্তন আনুন। প্রিয়জনের কাছে থাকুন।</p> <p style="text-align:justify">মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): আজ কিছুটা আর্থিক চাপ থাকতে পারে। ভুল সিদ্ধান্তের কারণে কিছু সমস্যায় দেখা দিতে পারে। কাজে জটিলতা দেখা দিলে শক্ত হাতে হাল ধরতে হবে। বাধাকে পাশ কাটিয়ে অগ্রসর হবেন। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/08/1738969488-614928de11e9d2085bd62abccbf11f8c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2025/02/08/1478257" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কাজের স্বীকৃতি পাবেন। বন্ধুস্থানীয় ব্যক্তির দ্বারা উপকৃত হবেন। ব্যবসায় প্রসার লাভ হবে। আর্থিক নিশ্চয়তা কমে আসবে। পরিকল্পনা বাস্তবায়নে আলস্যের প্রশ্রয় দেবেন না। ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করুন।</p> <p style="text-align:justify">মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পরিবারের মানুষের কাছে আপনার সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে। কাজে উন্নতির যোগ ও সম্মান বৃদ্ধি পাবে। সঠিক প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব। কাজের গতি বাড়াতে হবে। ধৈর্য ধরে কাজে মনোযোগ দিন।</p> <p style="text-align:justify">আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ। যোগাযোগ: ০১৭১১০৫৭৩৭৭ ই-মেইল: amasud9995@gmail.com www.astrologerahmedmasud.com<br />  </p>