<p>শীতে অনেকেই জুতা মোজা পরেই বাসা থেকে বের হন। কিন্তু যেই না সেই জুতা খুলেন দুর্গন্ধে সেখানে টেকা মুশকিল হয়ে পড়ে। আশপাশের মানুষের চোখে মুখে ফুটে ওঠে বিরক্তি। শীতকালে এই সমস্যায় ভোগেন অনেকেই। এদিকে সারাদিন জুতা-মোজা পরে থাকলেই পায়ের দুর্গন্ধে নাজেহাল অবস্থা। তবে কয়েকটি ঘরোয়া উপায় মানলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। কী সেই কৌশল, চলুন জেনে নেওয়া যাক-</p> <p>জুতার মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে নিন। পরদিন জুতার ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতায় বেকিং সোডা ব্যবহার করবেন না।</p> <p>শীতকালেও অনেকের পা ঘেমে যায়। তাই সবার আগে পায়ের যত্ন প্রয়োজন। প্রতিরাতে বাড়ি ফিরে উষ্ণ পানিতে লবণ দিয়ে পা ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে মুছে ময়েশ্চারাইজার লাগান।</p> <p>সপ্তাহে একবার জুতা রোদে দিন। এতে জুতা যেমন ভালো থাকবে, তেমনি দুর্গন্ধও হবে না। প্রয়োজনে জুতোর মধ্যে ন্যাপথোলিন রাখতে পারেন। রাতে জুতার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিতে পারেন। পরদিন সেটি বের করে জুতো পরুন। গন্ধ একেবারে চলে যাবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে পায়ের শুষ্ক ত্বক কোমল করুন ঘরোয়া উপায়ে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733302565-0dd43ab953d09236984cec731f466142.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে পায়ের শুষ্ক ত্বক কোমল করুন ঘরোয়া উপায়ে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/04/1453760" target="_blank"> </a></div> </div> <p>প্রতিদিন মোজা ধুয়ে দিবেন। সম্ভব হলে অ্যান্টি সেপটিক লিকুইড ব্যবহার করুন। কিংবা একাধিক মোজা কিনে মাঝে মধ্যে বদলে নিন। এতে সমস্যা অনেকটাই দূর হবে। তবে ভুলেও গন্ধ মোজায় পারফিউম স্প্রে করবেন না। এতে সমস্যা আরো বাড়তে পারে। মোজা পরার আগে ভালো করে পা ধুয়ে একটু বেকিং সোডা ঘষে নিতে পারেন।</p> <p>জুতা দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারা রাত। এতে জুতার দুর্গন্ধ দূর হবে। জুতার মধ্যে কয়েকটি লবঙ্গ রাখলেও উপকার পাবেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ত্বকের খসখসে ভাব দূর করবে যেসব তেল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732896279-4aae15f70b2ae636140d6f7d2cf18147.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ত্বকের খসখসে ভাব দূর করবে যেসব তেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/11/29/1452036" target="_blank"> </a></div> </div> <p>সূত্র : আজকাল</p>