<p style="text-align:justify">রূপচর্চা করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমানে এটি এক ধরনের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে এই ট্রেন্ডে গা ভাসিয়ে অনেকেই নানা সমস্যার মধ্যে পড়ছেন। এর মধ্যে অন্যতম সমস্যা অ্যালার্জি। মূলত ত্বকের অ্যালার্জি ঘটে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। ত্বকে অ্যালার্জি অনেক আকারে দেখা যায়। যেমন চুলকানি, ব্রণ, ফুসকুড়ি, লাল ভাব, ফোঁড়া, রক্তপাত ইত্যাদি। এই ত্বকের অ্যালার্জি যেকোনো সময় যেকোনো কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখিয়ে তার উপসর্গ উপস্থাপন করতে পারে। </p> <p style="text-align:justify">বিশেষজ্ঞরা বলছেন, ত্বকে কোনো কিছু লাগানোর আগে তার উপাদান সম্বন্ধে জানা জরুরি। শুধু তা-ই নয়, এগুলো থেকে হতে পারে অ্যালার্জি। তাই ত্বকের যত্নের পণ্যগুলো ব্যবহারের আগে প্যাচ টেস্ট করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যাতে ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দেওয়ার আগেই প্রতিরোধ সম্ভব হয়। আসুন, জেনে নিই কোন কোন স্কিন অ্যালার্জি থেকে দূরত্ব বজায় রেখে ত্বকের অ্যালার্জি প্রতিরোধ করতে পারবেন।</p> <p style="text-align:justify"><strong>এসেনশিয়াল অয়েল</strong></p> <p style="text-align:justify">কোনো কিছুর সঙ্গে না মিশিয়ে সরাসরি ত্বকে এসেনশিয়াল অয়েল লাগানো এড়িয়ে চলুন। এর ফলে ত্বকে অ্যালার্জি হতে পারে। </p> <p style="text-align:justify"><strong>চুলের রং</strong></p> <p style="text-align:justify">অ্যামোনিয়া ও ব্লিচিং এজেন্ট থেকে তৈরি চুলের রং মাথার ত্বকের ক্ষতি করতে পারে। এমনকি চুলকানি ও লালভাব তৈরির মতো ত্বকের অ্যালার্জির সমস্যা তৈরি করতে পারে। </p> <p style="text-align:justify"><strong>ডিটারজেন্ট</strong></p> <p style="text-align:justify">সুগন্ধির জন্য আমরা অনেকেই রাসায়নিক ভর্তি ডিটারজেন্ট ব্যবহার করি। এটিও কিন্তু ত্বকের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। </p> <p style="text-align:justify"><strong>ডিওডোরেন্ট</strong></p> <p style="text-align:justify">অ্যালকোহলযুক্ত ডিওডোরেন্ট প্রয়োগ করলে ত্বকে অ্যালার্জি হয়। এমন পরিস্থিতিতে আপনার ত্বকও যদি সংবেদনশীল হয়, তবে আপনার এটি করা এড়িয়ে যাওয়া উচিত।</p> <p style="text-align:justify"><strong>পুরনো বা নোংরা মেকআপ</strong></p> <p style="text-align:justify">মেকআপ পণ্যের মেয়াদ শেষ হওয়ার পরে ব্যবহার করা বা খারাপ ব্রাশ ও স্পঞ্জ ব্যবহার করলে ত্বকের ক্ষতি করতে পারে। </p> <p style="text-align:justify">এ ছাড়া ত্বকে প্রয়োগ করা সব পণ্যেই প্রচুর পরিমাণে রাসায়নিক থাকে। কিছু মানুষের স্যালিসিলিক এসিড থেকে অ্যালার্জি হতে পারে। আবার কিছু মানুষের অন্য কিছু রাসায়নিক থেকে অ্যালার্জি হতে পারে। আবার ফেসিয়াল করার পরও কারো কারো মুখ লাল হয়ে যায় বা ত্বকে লাল ফুসকুড়ি দেখা যায়। এই ধরনের প্রসাধনী অ্যালার্জেন ধারণকারী পণ্য শনাক্ত করুন এবং সেগুলো থেকে দূরে থাকুন।</p> <p style="text-align:justify">সূত্র : বোল্ডস্কাই</p>