<p>বাচ্চা ডেলিভারি হওয়ার পরের সময়টাকে বলা হয় পোস্ট পারটাম পিরিয়ড। এই সময় ৮৫ শতাংশ নারী কিছু না কিছু মনোরোগে ভোগেন। এর মধ্যে ১৫ শতাংশ মারাত্মক হয়। সাধারণত তিন ধরনের সাইকিয়াট্রি ডিসঅর্ডার হয়ে থাকে—পোস্টপার্টাম ব্লু, পোস্টপার্টাম ডিপ্রেশন এবং পোস্টপার্টাম সাইকোসিস।</p> <p><strong>পোস্টপার্টাম ব্লু</strong></p> <p>৫০-৮০ শতাংশ নারী কমবেশি এই সমস্যায় ভুগে থাকেন। ডেলিভারির চার থেকে পাঁচতম দিন ব্লুর পিক সময়। এটি সবচেয়ে কম ক্ষতিকর। এটির লক্ষ্মণ হচ্ছে—খালি খালি কান্নাকাটি করা, মন খারাপ করে থাকা, বাচ্চাকে যত্ন না করা, ইরেটেটিং থাকা, না ঘুমানো ইত্যাদি।</p> <p>তেমন কোনো চিকিৎসা ছাড়াই দুই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। তবে পরিবারের সাপোর্ট সবচেয়ে বেশি জরুরি এ ক্ষেত্রে।</p> <p><strong>পোস্টপার্টাম ডিপ্রেশন</strong></p> <p>সাধারণত ডেলিভারির দুই থেকে তিন মাসের মধ্যে ধরা পড়ে। উপরোক্ত উপসর্গের পাশাপাশি নিম্নলিখিত উপসর্গগুলো দেখা যায়—ক্ষুধামন্দা, স্বাভাবিক কাজকর্মে অনীহা, কোনো কিছুতে আনন্দ খুঁজে না পাওয়া, আত্মহত্যার প্রবণতা ইত্যাদি।</p> <p>এদের পারিবারিক সহযোগিতা ছাড়াও যথাযথ চিকিৎসা দরকার পড়ে।</p> <p><strong>পোস্টপার্টাম সাইকোসিস</strong></p> <p>তিনটার মধ্যে এটা সবচেয়ে মারাত্মক। শতকরা ১ থেকে ২ শতাংশ নারী এতে আক্রান্ত হয়। এদের উপরোক্ত উপসর্গের পাশাপাশি ডিল্যুশন, হেলুসিনেশন, সুইসাইড এবং ইনফ্যান্টিসাইড প্রবণতা থাকে। এদের অবশ্যই মনোরোগের চিকিৎসা নিতে হবে।</p> <p>বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে বিধায় বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা সরিয়ে রাখতে হয়।<br />  </p> <p>পরামর্শ দিয়েছেন</p> <p><strong>ডা. ছাবিকুন নাহার</strong></p> <p>প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং সার্জন</p> <p>কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা</p>