<p>তীব্র দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানারকম সমস্যা। বিশেষ করে ত্বকের বিভিন্ন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। সবচেয়ে বেশি সমস্যায় আছেন তৈলাক্ত ত্বকের অধিকারীরা। তীব্র গরমে মুখ তেলের খনি হয়ে উঠেছে। মেকআপ বা ময়েশ্চরাইজার কিছুই বেশিক্ষণ স্থায়ী থাকছে না। আবার ব্রণের সমস্যাও বেড়ে যাচ্ছে। তাই তৈলাক্ত ত্বকের নিতে হবে বিশেষ যত্ন। ঈদুল আযহা আসার আগেই ত্বকের হাল ফেরাতে হলে কিছু বিষয় মেনে চলতে পারেন। </p> <p>১। প্রথমেই আসবে মাড প্যাকের নাম। ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে মাড প্যাক গুলো বেশ কার্যকর। ত্বকের ধরণ বুঝে সেভাবে মাড প্যাক ব্যবহার করতে পারেন। পরিষ্কার ত্বকে মাড প্যাক লাগিয়ে ১৫-২০মিনিট বা না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। </p> <p>২। ঘন ঘন ফেসওয়াশ ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। সেজন্য দিনে দুইবারের বেশি ফেসওয়াশ ব্যবহার করা ঠিক না। কিন্তু তীব্র গরমে আমাদের মুখ ঘেমে যায়। তাই বারবার মুখ ধোয়ার প্রবণতাও বেড়ে যায়। এক্ষেত্রে শুধু পানি দিয়ে মুখ ধুতে পারেন। অথবা ওয়েট টিস্যু দিয়েও মুখ মুছে নিতে পারেন। এতে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকবে। </p> <p>৩। মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে টোনার বেশ ব্যবহৃত হয়। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চরাইজারের আগে টোনার ব্যবহার করতে হয়। ত্বকের পিএইচ ব্যালেন্সও নিয়ন্ত্রণে রাখে এই উপাদান।</p> <p>সূত্র : আনন্দবাজার</p>