<p>চুল পড়ার কারনে অনেকেরই চিন্তার শেষ নেই। ধুলাবালি, বায়ুদূষণ, চুলের সঠিকভাবে যত্ন নেওয়ার কারনে চুল পড়া, চুলের আগা পাতলা ও ফাটার মতো সমস্যা সৃষ্টি হয়। তবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করে এই সমস্যার সমাধান করা সম্ভব।</p> <p><strong>কলা ও মধু</strong></p> <p>পাকা কলা একটি বাটিতে ভালোভাবে চটকে নিতে হবে। এরপর এতে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এবার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি  লাগিয়ে ৩০ মিনিটের মতো রেখে দিন। কলা মাথার ত্বকে আদ্রতা ফিরিয়ে আনে এবং আগা মজবুত করে। অন্যদিকে মধু চুল ঝরা কমাতে সাহায্য করে।</p> <p><strong>অ্যালোভেরা এবং ডিম</strong></p> <p>অ্যালোভেরা গাছ থেকে ভিতরের সাদা অংশ বের করে নিতে হবে। একটি ডিমের নিয়ে সাদা অংশের সঙ্গে অ্যালোভেরা ব্লেন্ডারে মিক্স করে নিন। এরপর চুলে লাগিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর ধুয়ে ফেলুন। অ্যালোভেরাতে থাকা অ্যানজাইম চুলকে স্বাস্থ্যকর করে। আর ডিমের প্রোটিন চুলের আগা ফেটে যাওয়া থেকে রক্ষা করে। </p> <p><strong>অ্যাপেল সাইড ভিনেগার ও অলিভ অয়েল</strong></p> <p>সমান পরিমানে অ্যাপেল সাইড ভিনেগার ও অলিভ অয়েল বাটিতে নিয়ে নিন। তারপর আস্তে আস্তে স্ক্যাল্পে ম্যাসেজ করতে হবে। প্যাকটি ২০ থেকে ৩০ মিনিটের মতো চুলে রেখে দিন। পরের ধাপে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। অ্যাপেল সাইড ভিনেগার স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং চুলকে মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে।</p> <p><strong>সূত্র: টাইমস অব ইন্ডিয়া</strong></p>