<p>প্রাচীনকাল থেকেই রূপচর্চায় মধুর ব্যবহার হয়ে আসছে। কেননা ত্বক ভালো রাখতে যা যা উপাদান প্রয়োজন তার সবই রয়েছে মধুতে। এমনকি আযুর্বেদেও মধুর অনেক গুণের কথা বলা হয়েছে। রূপচর্চায় মধু ব্যবহার করেন অনেকেই। চাইলে বাড়িতে মধু দিয়েই সেরে নিতে পারেন ফেসিয়াল। এ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পুরো সময়ে মধুই ব্যবহার করতে হয়। জেনে নিন কিভাবে মধু দিয়ে ফেসিয়াল সারা যায়- </p> <p>প্রথমে মুখ পরিষ্কার করুন। যে কোনও ফেসিয়ালের প্রথম ধাপ হল ক্লিনজিং। এর পরে মধুর পাতলা স্তর মুখে ১০ থেকে ১২ মিনিট লাগিয়ে রেখে দিন। শুকিয়ে গেলে মুখে অল্প পানি দিয়ে মাসাজ করুন। তার পরে ভেজা তুলা দিয়ে মুখ পরিষ্কার করুন।<br /> এরপরে এক্সফোলিয়েট। ত্বক এক্সফোলিয়েট করতে, মধুর সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে তারপর অল্প পরিমাণ নিয়ে মুখে লাগান। ত্বকের ময়লা দূর করে মুখকে দাগহীন করে তুলবে মধু।</p> <p>ত্বক মাসাজও গুরুত্বপূর্ণ। এর জন্য মধুর সঙ্গে কলা বা পেঁপে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রন মুখে মাসাজ করুন হালকাভাবে। ৭ থেকে ১০ মিনিট মাসাজ করার পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।</p> <p>সবশেষে গ্লো প্যাক।ফেসিয়াল করার পর ত্বকের ছিদ্রের মুখগুলি খুলে যায়। তাই সেগুলিকে সঠিকভাবে বন্ধ করা প্রয়োজন। তাই ফেসিয়ালের পর ফেসপ্যাক লাগান। মধুর ফেসিয়ালের পরে ফেসপ্যাক তৈরি করতে ময়দা নিন। এতে এক চামচ মধু, গোলাপ জল এবং কাঁচা দুধ মেশান। এবার এই প্যাকটি মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।</p>