<p>সম্পূর্ণ জীবনকালে বিয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বটে। বিশেষ এ দিন ঘিরে তাই জল্পনা কল্পনারও শেষ থাকে না। পুরো আয়োজনে সাজপোশাক বিশেষ গুরুত্ব বহন করে। প্রতিবছর বিয়ের সাজপোশাকেও নতুন চলের প্রকাশ ঘটে। চলতি বছর বিয়ের লেহেঙ্গা কেমন হতে পারে বা কি ট্রেন্ড এই উপমহাদেশে রাজত্ব গড়তে পারে চলুন জেনে নেয়া যাক- </p> <p><strong>রাজকীয়তায় মোড়ানো</strong><br /> বিশেষ দিন রাঙাতে জমকালো সাজ পছন্দ অনেক কনেরই। খানিকটা রাজকীয় ধাঁচ থাকবে পোশাকের নকশাতেও এমন চাওয়াকে প্রাধান্য দিতে পারেন এ বছর বিয়ে করতে যাচ্ছেন যারা। বলা হচ্ছে এ বছর লেহেঙ্গার ট্রেন্ডে থাকবে জরি, চুমকি, জারদৌসি, দামি পাথর, সিকুয়েন্সের কাজ। রাজকীয়তা আর আভিজাত্যে মোড়ানো জমকালো লেহেঙ্গা নতুন বউকে মহারানী লুক তৈরি করতে খানিকটা এগিয়ে রাখবে বটে। </p> <p><strong>যতটা না হলেই না </strong><br /> পুরো বিশ্ব এখন মিনিমালিস্ট লাইফস্টাইলের দিকে আগ্রহী হচ্ছে। ফ্যাশন জগতও এর বাইরে নয়। বিয়ের লেহেঙ্গার ক্ষেত্রেও এ বছর একদমই সাধারণ ছাট, কাট প্রাধান্য পাবে। অর্থাৎ ঠিক যতটা না হলেই না ততটাই বেছে নিবেন অনেকে। কে না জানে, মিনিমালিস্ট ফ্যাশনেরই এখন জয়জয়কার।</p> <p><strong>রঙে এগিয়ে প্যাস্টেল</strong><br /> বিগত দুয়েক বছরের মত এ বছরও রঙে এগিয়ে থাকবে প্যাস্টেল শেড। লেহেঙ্গার ক্ষেত্রেও এমনটাই হবে বলে ধারনা ফ্যাশন বিশেষজ্ঞদের। মিন্ট গ্রিন, পাউডার ব্লু, ল্যাভেন্ডার, হালকা গোলাপির মত রঙগুলোই পুরো বছরজুড়ে ঘুরেফিরে বেড়াবে কনের লেহেঙ্গায়। </p> <p><strong>ফিশটেইল লেহেঙ্গা</strong><br /> লেহেঙ্গার নিচের অংশ ছড়ানো এবং কোমড় থেকে হাঁটু পর্যন্ত চাপা অর্থাৎ কিছুটা মাছের লেজের আকৃতিতে লেহেঙ্গার নিচের অংশ তৈরি করা হবে এ বছর বিয়ের কনের জন্য। স্টাইলিশ ও বোল্ড লুক তৈরির ক্ষেত্রে এ ধরনের লেহেঙ্গা একদমই জুতসই। ধরে নেয়া যায়, এ বছর যারা খানিকটা স্টাইলিশ সাজে নিজেদের উপস্থাপন করতে চান বিয়েতে তারা বেছে নেবেন এমন লেহেঙ্গাই। </p> <p><strong>পরিবেশও প্রাধান্য পাবে</strong><br /> গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে পরিবেশগত নানা সমস্যায় জর্জরিত পুরো বিশ্ব। এমন সময়ে বিয়েশাদিতেও অনেকেই বেছে নিবেন এমন পোশাক যা কি না পরিবেশের সুরক্ষার কথা ভাববে। তাই এ বছর প্রাধান্য পেতে পারে ইকো-ফ্রেন্ডলি ফেব্রিক, প্রাকৃতিক রঙ, পুনরায় ব্যবহৃত উপাদান ইত্যাদি। </p> <p><strong>দীর্ঘ হবে ওড়না</strong><br /> কয়েক বছর আগেও লেহেঙ্গার সঙ্গে খুব একটা বড় ওড়না পরা হতো না। কিন্তু সে ধারণা পাল্টে দিনকে দিন ওড়নার আয়তন বড় হচ্ছে। এ বছর লেহেঙ্গার ওড়না সুদীর্ঘ হবে বলে ভাবছেন ফ্যাশনবোদ্ধারা। </p> <p><strong>নিজস্বতায় নতুনত্ব</strong><br /> গেল দুয়েক বছর লেহেঙ্গার ওড়নাতে নাম লেখা, গানের লাইন কিংবা পছন্দের দুয়েক লাইন লেখার চল বেশ দেখা গিয়েছে। এ বছর এটি কেবল ওড়নাতেই নয় বরং লেহেঙ্গার ভাঁজেও দেখা যাবে বলে ভাবছেন ফ্যাশন স্পেশালিস্টরা। </p> <p><em>সূত্র: টাইমস অব ইন্ডিয়া</em><br />  </p>