<p><br /> বিদায় নিতে যাচ্ছে ২০২৩ সাল। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বছরটি ছাপ রেখে গেছে বলাই যায়। করোনা অতিমারির পরের দুই বছর ফ্যাশনে নজর দেওয়ার সুযোগ ঘটেনি অনেকেরই। সেদিক থেকে বিবেচনায় এ বছর খানিকটা ধাতস্থ হতে পেরে নানা রকম পরিবর্তন কিংবা নতুনত্ব এসেছে ফ্যাশনে। তবে পুরো বছরে চোখে পড়েছে পুরনোকে নতুন করে স্থান দেওয়ার বিষয়টি। আশি কিংবা নব্বইয়ের দশকের পোশাকের কাটিং, স্টাইল যেন নতুন আকারে ফিরে এসেছে এ বছর। ফ্যাশনে বছরজুড়েই রাজ করেছে যে বিষয়গুলো সেসব দেখে নিন―</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="পূর্ণিমা" height="618" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Taposhi/graphic 1.jpg" width="1000" /> <figcaption><em>পুরো বছরে চোখে পড়েছে পুরনোকে নতুন করে স্থান দেওয়ার বিষয়টি। আশি কিংবা নব্বইয়ের দশকের পোশাকের কাটিং, স্টাইল যেন নতুন আকারে ফিরে এসেছে এ বছর। ছবিতে পূর্নিমা।</em> </figcaption> </figure> </div> <p><strong>পোশাকের রং</strong><br /> পুরো বছরের ফ্যাশনে নজর দিলে প্রথমেই চোখে পড়বে রঙের ভীষণ পরিবর্তনের বিষয়টি। এ বছর পুরোটা জুড়ে ছিল প্যাস্টেল রঙের জয়জয়কার। মভ পিংক, বেবি পিংক, ন্যুড কালার, সবুজের প্যাস্টেল শেড রাজত্ব করেছে বছরজুড়েই। এমনকি বিয়েশাদিতেও দেশের জনপ্রিয় তারকারা বেছে নিয়েছেন প্যাস্টেল শেড। সব মিলিয়ে বলা যায় চোখে শান্তি এনে দেবে এমন রংই পুরো বছর রাজ করেছে। </p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="রুনা" height="620" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Taposhi/graphic 5.jpg" width="1000" /> <figcaption><em>মভ পিংক, বেবি পিংক, ন্যুড কালার, সবুজের প্যাস্টেল শেড রাজত্ব করেছে বছরজুড়েই। ছবিতে অভিনেত্রী রুনা খান।</em></figcaption> </figure> </div> <p><strong>ঐতিহ্যে নজর</strong><br /> পোশাকের রঙের পাশাপাশি ধাঁচেও লক্ষণীয় বিষয় ছিল। জামদানি, মসলিন, পাঞ্জাবির ওপর কোটি, পাগড়ি ইত্যাদি বেশ চোখে পড়েছে পুরো বছরজুড়ে সাধারণ থেকে শুরু করে তারকাদের বিশেষ দিনগুলোতে। বিয়েশাদির বাইরেও চলচ্চিত্র অঙ্গনের তারকাদের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গেছে ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকা জামদানি শাড়ি বা মসলিন গায়ে জড়িয়ে। </p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="বাঁধন" height="615" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Taposhi/graphic 2.jpg" width="1000" /> <figcaption><em>বিয়েশাদির বাইরেও চলচ্চিত্র অঙ্গনের তারকাদের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গেছে ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকা জামদানি শাড়ি বা মসলিন গায়ে জড়িয়ে। অভিনেত্রী আজমেরী হক বাঁধন বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরেছেন জামদানি। ছবিটি বাঁধন অভিনীত খুফিয়া চলচ্চিত্রের।</em></figcaption> </figure> </div> <p><strong>অলংকারেও সাধারণ নকশা</strong><br /> এ বছর কেবল পোশাকেই সাদামাটা ভাবকে প্রাধান্য দিয়েছেন সবাই এমনটা নয়। অলংকারেও ব্যতিক্রম কিছু ঘটেনি। স্বর্ণের চেয়ে নানা রকম রত্নপাথর, মুক্তা, রুপার গয়নায় ঝোঁক বেড়েছে কমবেশি সবারই। বিয়ে কিংবা বিশেষ দিনে খুব সাধারণ গয়নাতেই সাজিয়েছেন নিজেদের সাধারণ থেকে তারকা সবাই। জবরজং নকশাকে এ বছর যেন ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে গেছেন ফ্যাশন সচেতনরা। </p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="তিশা" height="618" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Taposhi/graphic 3.jpg" width="1000" /> <figcaption> <em>বিয়ে কিংবা বিশেষ দিনে খুব সাধারণ গয়নাতেই সাজিয়েছেন নিজেদের সাধারণ থেকে তারকা সবাই। নুসরাত ইমরোজ তিশা নিজের বিয়ের শাড়ি পরে পুনরায় সেজেছিলেন এ বছর। </em></figcaption> </figure> </div> <p><strong>রিকশা পেইন্টের জয়জয়কার</strong><br /> পোশাক ও নানা অনুসঙ্গে পুরো বছরজুড়েই ছিল রিকশা পেইন্টের জয়জয়কার। তারকারা তো বটেই ফ্যাশনপ্রেমি সবার কাছেই সমাদৃত ঐতিহ্যবাহী এ নকশা। বলে রাখা ভালো, এ বছরের শেষ মাসে ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে।</p> <p><strong>কো-অর্ড জামা</strong><br /> বছরজুড়ে নারীদের নিয়মিত পরিধানের পোশাক হিসেবে বেশ খানিকটা জায়গা দখল করে রেখেছিল কো-অর্ড জামা। মূলত একই প্রিন্টের কাপড়ে জামা এবং পাজামাকেই কো-অর্ড পোশাক বলা হয়। ঘরে, বাইরে সর্বত্রই এই ফ্যাশন দাপিয়ে বেড়িয়েছে। </p> <p><strong>পুরনো ধাঁচে নতুন কিছু</strong><br /> কেবল কো-অর্ড পোশাকই নয়, এ বছর বেশ জনপ্রিয় ছিল একরঙা জামা ও পায়জামারও। কেবল নারীরাই নন এ ধরনের একরঙা ক্যাজুয়াল পোশাক বেছে নিয়েছেন পুরুষরাও। এমনকি এ বছর পুরুষের ফ্যাশনে স্থান করে নিয়েছিল পুরনো আমলের বো টাই। যেন নতুন মোড়কে ফিরে এসেছে পুরনো ফ্যাশন। </p> <p><strong>বারবি ট্রেন্ড</strong><br /> বছরের মাঝামাঝি বেশ কিছুটা সময় ধরে ফ্যাশন জগৎ সরব ছিল বারবি ট্রেন্ডে। হাওয়াই মিঠাই গোলাপি বা বারবি পিংকে গা ভাসিয়েছেন কমবেশি সব তারকাই। দেশি-বিদেশি তারকাদের পাশাপাশি সাধারণ ফ্যাশন সচেতনরাও বাদ যাননি। </p> <p><strong>নো মেক-আপ লুক</strong><br /> এ বছর মেক-আপে প্রাধান্য পেয়েছেন ‘নো মেক-আপ’ লুক। খুবই হালকা মেক-আপ বেছে নিয়েছেন ফ্যাশন সচেতনরা। এমনকি বিয়ে বা বিশেষ দিনেও নো মেক-আপ লুকেই সেজেছেন অধিকাংশই।</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="তিশা" height="617" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Taposhi/graphic 6.jpg" width="1000" /> <figcaption><em>এ বছর মেক-আপে প্রাধান্য পেয়েছেন ‘নো মেক-আপ’ লুক। খুবই হালকা মেক-আপ বেছে নিয়েছেন ফ্যাশন সচেতনরা। ছবিতে নুসরাত ইমরোজ তিশা। </em></figcaption> </figure> </div> <p><strong>পায়ে পায়ে স্নিকার্স</strong><br /> নারী-পুরুষ সবার কাছেই বেশ গ্রহণযোগ্যতা কুড়িয়েছে স্নিকার্স। এ ধরনের জুতা গ্রহণযোগ্য হওয়ার পেছনে রয়েছে এর আরামদায়ক বৈশিষ্ট্য। নারীরা কেবল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেই না বরং সালোয়ার-কামিজ কিংবা শাড়ির সঙ্গেও স্বাচ্ছন্দ্যেই পায়ে গলিয়েছেন স্নিকার্স বা কেডস। </p>