<p>দীর্ঘ ঘন চোখের পাপড়ি কার না চাওয়া। আর এ চাওয়া পূরণ করতেই মেয়েদের সাজসজ্জার তালিকায় মাশকারা জায়গা করে নিয়েছে বেশ ভালোভাবেই। যা দিয়ে সহজেই চোখের পাপড়ি ঘন করে ফেলা যায়। তবে কেউ কেউ মাশকারা দিয়ে নয়, বরং প্রাকৃতিক উপায়ে চোখের পাপড়ি ঘন ও বড় করতে চান। তারা জেনে নিন কিভাবে প্রাকৃতিক উপায়ে চোখের পাপড়ি বড় ও ঘন করতে পারেন-  </p> <p><strong>একটুখানি পেট্রোলিয়াম জেলি</strong><br /> পুরনো পরিষ্কার মাশকারার ব্রাশ দিয়ে পেট্রোলিয়াম জেলি চোখের পাপড়িতে লাগান ঘুমাতে যাওয়ার আগে। সকালে ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানিতে মুখ পরিষ্কার করে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করলে কদিনেই পরিবর্তন দেখতে পাবেন। </p> <p><strong>অ্যালোভেরা জেল</strong><br /> রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরনো পরিষ্কার মাশকারার ব্রাশ অ্যালোভেরা জেলের মধ্যে ডুবিয়ে চোখের পাপড়িতে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানিতে মুখ পরিষ্কার করে ফেলুন। এ ছাড়া এক টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক টেবিল চামচ জোজোবা ওয়েল আর এক চা চামচ ক্যামেলিয়া ইনফিউসান মিশিয়ে একটি অ্যাসেনশিয়াল অয়েল তৈরি করুন আর এটি চোখের পাপড়িতে মাশকারার মতো ব্যবহার করুন। দিনে অন্তত দুইবার এটি ব্যবহারের ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কিছুদিন পরই দেখবেন চোখের পাপড়ি ঘন ও বড় হয়ে উঠছে। </p> <p><strong>অলিভ অয়েল</strong><br /> প্রতি রাতে ঘুমানোর আগে পুরনো পরিষ্কার মাশকারার ব্রাশ দিয়ে চোখের পাপড়িতে অলিভ অয়েল হালকা করে লাগাতে ভুলবেন না। ঘুম থেকে উঠে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। অবশ্য অলিভ অয়েলের পরিবর্তে আমন্ড বা ক্যাস্টর অয়েলও ব্যবহার করতে পারেন।</p> <p><strong>ডিম</strong><br /> ডিমের সাদা অংশের সঙ্গে এক টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে নিন ভালোভাবে। তারপর চোখ বন্ধ করে কটন বাড দিয়ে এই মিশ্রণ চোখের পাপড়িতে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। মাসে ১০-১২ বার এটি ব্যবহার করুন। চার-পাঁচ মাসের মধ্যেই আপনার চোখের পাপড়ি ঘন আর লম্বা হবে।</p> <p><strong>গ্রিন টি</strong><br /> গ্রিন টি বা সবুজ চায়ে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল। এই উপাদান চুলের বৃদ্ধিতে সাহায্য করতে পারে। চোখের পাতা ঘন করতেও সাহায্য করে এই সবুজ চা। সে ক্ষেত্রে একটি গ্রিন টি ব্যাগ নিন। এক কাপ গরম পানিতে গ্রিন টি তৈরি করে নিন। এবার পানীয়টি পান করে ফেলুন। অল্প খানিকটা কাপে রেখে দিন ঠাণ্ডা হতে। এবার ঠাণ্ডা গ্রিন টি কটন বাডের সাহায্যে চোখের পাতায় লাগাতে পারেন। দুভাবেই কিন্তু উপকার পাবেন। খুব ভালো হয় যদি দিনে দুবার গ্রিন টি পান করেন এবং একবার চোখের পাতায় এটি লাগিয়ে নেন।<br />  </p>