<p>জীবনযাপনের বিভিন্ন সময় আমরা নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়ে থাকি। এসব আঘাত ধীরে ধীরে ভালো হলে গেলেও কিছু আঘাত সস্পূর্ণভাবে সারে না। আর তেমনি আঘাত হলো নার্ভ ইনজুরি। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন <strong>অধ্যাপক ডা. শফিকুল ইসলাম</strong>, বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি বিভাগ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।</p> <p>নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকর কলার মৌলিক একক। এটি উদ্দীপনা, সংবেদন এবং মানবদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংকেত প্রেরণ ও সমন্বয়ের কাজ করে। এই নিউরন যদি বাহ্যিক আঘাত বা অভ্যন্তরীণ কোনো রোগের মাধ্যমে আক্রান্ত হয়, তবে সেটিকে নার্ভ ইনজুরি বলে।</p> <p><strong>যেসব নার্ভ ইনজুরি পুনরুদ্ধার হয়ে থাকে</strong></p> <p>পেরিফেরাল নার্ভ ইনজুরিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি—নিউরোপ্রাকশিয়া, এক্সোনোটমেসিস ও নিউরোটমেসিস।</p> <p><strong>নিউরোপ্রাকশিয়া</strong> : এই নার্ভ ইনজুরিতে সাময়িক অবশ বা দুর্বলতা থাকলেও নিজে নিজেই ঠিক হয়ে যায়।</p> <p><strong>এক্সোনোটমেসিস </strong>: এই নার্ভ ইনজুরিতে এক্সোন এবং মায়োলিন আঘাত পেলেও অ্যান্ডোনিউরিয়াম ভালো থাকে। এটিও নিজে নিজেই ঠিক হয়ে যায়।</p> <p><strong>নিউরোটমেসিস </strong>: খুব বেশি আঘাতে এই নার্ভ ইনজুরি হয়ে থাকে। এ ক্ষেত্রে অ্যান্ডোনিউরিয়াম, এক্সোন, মায়োলিন শিথ আঘাতপ্রাপ্ত হয়।</p> <p>এমনকি পেরিনিউরিয়াম, ফেসিকল, এপিনিউরেনিয়ামও আঘাত পেতে পারে। এ ক্ষেত্রে নার্ভ পুনরুদ্ধারের জন্য অপারেশন করে পেরিনিউরেনিয়াম লাগিয়ে দিতে হয়। এ ক্ষেত্রে রিকভারি আগের নার্ভ ইনজুরিগুলোর মতো ভালো হয় না।</p> <p><strong>আঘাতপ্রাপ্ত নার্ভ কি আগের অবস্থায় ফিরে আসে?</strong></p> <p>ফিরে আসে, তবে সেটি নিয়ন্ত্রিত এবং পরিমিত। যেমন ধরুন, আমাদের যে নার্ভাস সিস্টেম, তা দুটি ভাগে বিভক্ত। একটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যা ব্রেন আর স্কাইনাল কর্ডের সমন্বয়ে তৈরি। এটির নিউরনের (নার্ভ টিস্যুর একককে নিউরন বলে) আবরণ নার্ভ রিজেনারেশনকে বাধা দেয়। তাই এসব ক্ষেত্রে আর আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হয় না। অন্যদিকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম রিকভারি হয়ে থাকে। তবে তা নির্ভর করে আঘাতের মাত্রা এবং নিউরনের কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, সেসবের ওপর।</p> <p><strong>নার্ভ কিভাবে রিকভারি হয়?</strong></p> <p>এটি একটি জটিল প্রক্রিয়া। যদি এক্সোনের কোষদেহ বা কোষদেহের কাছে আক্রান্ত না হয়ে দূরে আক্রান্ত হয়, তবে সেসব ক্ষেত্রে কিছু পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে নার্ভ তার আগের অবস্থায় ফিরে আসে। এই পরিবর্তন যে কোষদেহে হয়, এটিকে বলে ক্রোমাটোলিসিস। আর কিছু পরিবর্তন হয় এক্সোনে, যাকে বলা হয় ওয়ালেরিয়ান রিজেনারেশন।</p>