<article> <p>কালো পোশাকে অভিজাত লুক আনতে চাই জুতসই সাজ, বললেন বিন্দিয়া বিউটি কেয়ারের রূপ বিশেষজ্ঞ শারমিন কচি। কালোকে প্রাধান্য দিয়ে শাড়ি, সালোয়ার, টপ, টিউনিক, ফ্রক, কোট, শার্ট, ফতুয়া, স্যুটসহ সব ধরনের পোশাক নিয়ে আসছে ফ্যাশন হাউসগুলো। শুধু কালো পোশাক যেমন করা হচ্ছে, তেমনি কালোর মধ্যে সাদা, হলুদ, বেগুনি, নীলের মতো রঙের মিশেলেও নকশা করছেন ডিজাইনাররা।</p> <p style="text-align:center"><img alt="কালো পোশাকে আলোকিত সাজ" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine%202023/26-11-2023/kalerkantho-010.jpg" width="800" /></p> <p>ফ্যাশন হাউস কে ক্রাফটের স্বত্বাধিকারী খালিদ মাহমুদ খান জানালেন, কালো পোশাকে এখন জমকালো সাজে পার্টি, বিয়ে, বউভাত, করপোরেট মিটিংয়ে স্টাইলিশ লুকে হাজির হচ্ছেন ফ্যাশনপ্রেমী নারীরা। কালো পোশাক ঠিকভাবে ক্যারি করতে পারলে ব্যক্তিত্ব এবং স্টাইলকে সহজেই অন্যমাত্রায় নিয়ে যাওয়া সম্ভব। তরুণীদের মধ্যে পার্টি লুকে কালো পোশাকের চাহিদা বেশি। ক্যাজুয়াল লুকের জন্যও কলেজ, বিশ্ববিদ্যালয় ও অফিসগামী নারীদের মধ্যে কালো পোশাকের চাহিদা রয়েছে। আসছে শীত।</p> </article> <article>কালো অন্য যে কোনো রঙের চেয়ে উষ্ণ বলে শীতে কালোর আবেদনই আলাদা। <p style="text-align:center"><img alt="কালো পোশাকে আলোকিত সাজ" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine%202023/26-11-2023/kalerkantho-013.jpg" width="800" /></p> <p>কালো শিফন, জর্জেট, মসলিন, জামদানি, সুতি শাড়ির জমিনে হাতের কাজের সাহায্যে লতাপাতা ফুটিয়ে তোলা হচ্ছে। ছোট্ট পাড়েও দেখা যাচ্ছে এমব্রয়ডারির কাজ। কালো শাড়ির আঁচলের কাজগুলো সাধারণত অভিজাত হয়।</p> </article> <p>এমন শাড়ির সঙ্গে মিলিয়ে বৈচিত্র্যময় কাট ও প্যাটার্নের ব্লাউজও এখন তৈরি করছেন ডিজাইনাররা। ব্লাউজের হাতায় আলাদাভাবে ফ্রিল যুক্ত করে ভিন্নতা আনা হচ্ছে। কালো সালোয়ার-কামিজের বুননে থাকছে এমব্রয়ডারি ও হাতের কাজ। পোশাকের নকশায় ফুল, লতা, পাতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওড়নার দুই পাড়ে থাকছে বিভিন্ন ফুলের সুতার কাজ।</p> <article> <p style="text-align:center"><img alt="কালো পোশাকে আলোকিত সাজ" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine%202023/26-11-2023/kalerkantho-012.jpg" width="800" /></p> <p>যাঁরা ক্যাজুয়াল মুডে কালো পছন্দ করেন, তাঁরা কালো লম্বা টিউনিক পরতে পারেন। কালো টিউনিকের গলা ও বুকে আলাদা লেইস যুক্ত করে প্যাটার্নে ভিন্নতা আনা হয়েছে। গলা থেকে নিচ পর্যন্ত কুঁচির কাজ পোশাকে যুক্ত করেছে ঢিলেঢালা ভাব। বাহু থেকে কবজি পর্যন্ত ফোলানো লম্বা হাতায় দেখা যাচ্ছে নানা নকশা। যাঁদের পশ্চিমা পোশাক পছন্দ, তাঁরা টপস বেছে নিতে পারেন। লম্বা ও খাটো দুই ধরনের টপসই পাওয়া যাচ্ছে এখন। সঙ্গে ম্যাচ করে কিনতে পারবেন কালো রঙের পালাজ্জো। চাইলে টপস যেমন ছেড়ে পরতে পারেন আবার পালাজ্জোর মধ্যে গুঁজে দিয়েও পরতে পারেন।  </p> <p style="text-align:center"><img alt="কালো পোশাকে আলোকিত সাজ" height="483" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/print/Magazine%202023/26-11-2023/kalerkantho-011.jpg" width="800" /></p> <p>কালো পোশাক পরার এই ধারা দেখা যায় টলিউড, বলিউড, হলিউড তারকাদের মধ্যেও। নানা অনুষ্ঠানের লাল গালিচায় প্রায়ই কালো পোশাকে জমকালো লুকে ক্যামেরাবন্দি হন তারকারা। শারমিন কচির মতে, কালো পোশাকে সাজ যত হালকা হবে, তত আকর্ষণীয় দেখাবে। এ জন্য খুব বেশি সাজের দরকার নেই। হালকা মেকআপ নিতে পারেন। চোখে কাজল টেনে দিলে কালো পোশাকের সঙ্গে মিলবে ভালো। কালো পোশাকের একটি বিশেষ গুণ হচ্ছে, এটি সহজেই অন্যদের থেকে আপনাকে আলাদা করে দেয়। বাড়তি বা ভারী গয়নার কোনো প্রয়োজন নেই। হালকা গয়না পরুন। হাতে চুড়ি বা ব্রেসলেট বা ঘড়ি পরতে পারেন। হাতে লাল বা কালো রঙের পার্স রাখতে পারেন। দেখতে ভালো লাগবে। পোশাকের সঙ্গে মিলিয়ে কালো জুতা বেছে নিন। চুল খোলা বা বেঁধে রাখতে পারেন পছন্দের ঢংয়ে। মোটকথা, নিজেকে ছিমছাম রাখার চেষ্টা করুন। দেখুন, কালো পোশাকের সাজ অনুষ্ঠানের আলো কাড়তে বাধ্য।</p> </article>