<p>নারী নাকি পুরুষ, কারা বেশি দিন বাঁচে<span lang="DA" style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span>এমন প্রশ্ন কমবেশি সবারই মনে ঘুরপাক খায়। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, পুরুষের গড় আয়ু নারীর চেয়ে কম। পুরুষরা নারীদের তুলনায় কম সময় বাঁচে কেন, এর পেছনে নানা কারণ অবশ্য রয়েছে। </p> <p>গড় আয়ু নারীর বেশি হওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরা হয়, নারীরা পুরুষের তুলনায় বেশি নিয়ন্ত্রিত। মস্তিষ্কের যে অংশ নিয়ন্ত্রণ করে এবং একটি কাজের পরিণতি বিবেচনা করে নারীদের সে অংশটি বা ফ্রন্টাল লোব পুরুষ বা ছেলেদের তুলনায় দ্রুত বিকাশ লাভ করে। ফলে নারীরা যেকোনো পরিস্থিতিতে অপেক্ষাকৃত বেশি এবং আগেই নিয়ন্ত্রণ করতে পারে নিজেদের।</p> <p>এ জন্যই নারীদের তুলনায় পুরুষ দুর্ঘটনায় বা সহিংসতায় বেশি মারা যায়। যেমনটা বলা যেতে পারে<span lang="DA" style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span>যেকোনো বাহন চালানোর ক্ষেত্রে নারীরা ধীরস্থির হয়, ফলে দুর্ঘটনার আশঙ্কাও কম থাকে। যা পুরুষের বেলায় ভিন্ন। এমনকি জীবনযাপনে নানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীরা চিন্তাভাবনা সেরে তবেই সিদ্ধান্ত গ্রহণ করে। যেখানে পুরুষরা অপেক্ষাকৃত হুটহাট সিদ্ধান্ত নেয়।</p> <p>এ ছাড়া আরো একটি কারণকে বিশেষভাবে উল্লেখ করা হয়ে থাকে। সেটি হলো অল্প বয়সে হৃদরোগে মারা যাওয়ার হার নারীর চেয়ে পুরুষের বেশি। প্রকৃতপক্ষে পুরুষের হৃদরোগে মারা যাওয়ার আশঙ্কা নারীর তুলনায় ৫০ শতাংশ বেশি। এর পেছনে কারণ হিসেবে ধরা হয় নারীদের তুলনায় পুরুষদের ইস্ট্রোজেনের মাত্রা কম থাকা। এর পাশাপাশি উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়াকেও কারণ হিসেবে ধরা হয়।</p> <p>আরো একটি কারণকে এ সময় বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় পুরুষের আয়ু কম হওয়ার পেছনে। সেটি হচ্ছে<span lang="DA" style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span>পুরুষরা সামাজিকভাবে অন্যের সঙ্গে যোগাযোগ কম রক্ষা করে চলে। বলা চলে সামাজিকতা রক্ষার ক্ষেত্রে পুরুষরা পিছিয়ে আছে নারীর চেয়ে। যা তাদের মৃত্যুর দিকে ধাবিত করে।</p> <p>এমনকি পুরুষরা অনেক রোগবালাইকে পাত্তা দিতে চায় না। ফলে ডাক্তার দেখানো, নিয়মিত চেকআপ এসব এড়িয়ে যায়। এজেন্সি ফর হেলথকেয়ার রিসার্চ অ্যান্ড কোয়ালিটির মতে, পুরুষদের রুটিন হেলথ এড়িয়ে যাওয়ার অভ্যাস অনেক বেশি এবং বছরে যেকোনো ধরনের ডাক্তারকে দেখানোর অনুপাত নারীর  তুলনায় অনেক কম। এটিও ধরা হয় পুরুষের গড় আয়ু কম হওয়ার পেছনের কারণ হিসেবে।</p>