<p>চোখের ওপর থাকা এক জোড়া কাচের টুকরার গুরুত্ব কত তা কেবল ব্যবহারকারীই জানেন। বলছিলাম চশমার কথা। যাদের নিয়মিত ব্যবহার করতে হয় এ অনুষঙ্গ তারা বেশ ভালোই বোঝেন এর অনুপস্থিতিতে ঠিক কতটা অচল তারা। এত গুরুত্বপূর্ণ যা, তার যত্নও তো ঠিকঠাক হওয়া চাই। চশমার সবচেয়ে বড় শত্রুই হচ্ছে স্ক্র্যাচ পড়ে যাওয়া। তাই ব্যবহারকারীদের সদা সতর্ক থাকতে হয় যাতে কোনোভাবেই এতে স্ক্র্যাচ না পড়ে। তবু একটু অসাবধানতায় যদি স্ক্র্যাচ বা দাগ পড়েই যায় তাহলে কী করবেন জেনে নিন<span lang="DA" style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span></p> <p><strong>একটুখানি টুথপেস্টেই সমাধান </strong><br /> অল্প একটু টুথপেস্টও কাজে লাগে দাগ তুলতে। সে ক্ষেত্রে নন-অ্যাব্রেসিভ এবং নন-জেলভিত্তিক টুথপেস্ট হলেই হবে। চশমার লেন্সে স্ক্র্যাচের জায়গায় টুথপেস্টের একটু প্রলেপ দিন। এবার একটু তুলার বল বা কাপড় ব্যবহার করে বৃত্তাকার গতিতে আলতো করে ঘষুন। ছোট বৃত্তাকার গতিতে ঘষতে থাকুন, দেখবেন স্ক্র্যাচগুলো অদৃশ্য হয়ে যাবে। </p> <p>এরপর পরিষ্কার পানিতে চশমাটি ধুয়ে ফেলুন এবং একটি পরিষ্কার কাপড় দিয়ে শুকিয়ে নিন। স্ক্র্যাচ দূর না হলে, প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে পারেন। চশমা থেকে স্ক্র্যাচ অপসারণ করার জন্য এটি সবচেয়ে সাধারণ, সস্তা এবং সময় সাশ্রয়ী প্রক্রিয়া।</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="চশমা" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Taposhi/gla.jpg" width="1000" /> <figcaption> অল্প একটু টুথপেস্টও কাজে লাগে স্ক্র্যাচ তুলতে। ছবি : উইকিহাউ</figcaption> </figure> </div> <p><strong>কাজে লাগবে বেকিং সোডাও </strong><br /> এক চামচ বেকিং সোডা এবং আধা চামচ পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি খানিকটা আঙুলে নিয়ে চশমার কাচে প্রয়োগ করুন এবং ১০-২০ সেকেন্ডের জন্য মৃদু বৃত্তাকার গতিতে তুলার বল বা নরম সুতির কাপড় দিয়ে জায়গাটি ঘষুন। ঠাণ্ডা পানি দিয়ে চশমা ধুয়ে ফেলুন এবং একটি নরম কাপড় দিয়ে মুছুন। দাগ উঠে যেতে বাধ্য।</p> <p><strong>বেবি অয়েলে বাজিমাত </strong><br /> চশমার স্ক্র্যাচ দূর করতে বেবি অয়েল ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে লেন্সগুলোতে অল্প পরিমাণে তেল ঢেলে দিন এবং বৃত্তাকার গতিতে মাইক্রোফাইবার কাপড় দিয়ে স্ক্র্যাচের ওপর ঘষুন। লেন্সগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। ব্যস, চশমা হয়ে উঠবে স্ক্র্যাচমুক্ত।  </p> <p><em>সূত্র : উইকিহাউ</em></p>