kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

শিশুর মেধা বিকাশে করণীয়

অনলাইন ডেস্ক   

৩১ আগস্ট, ২০২১ ১৩:৪৯ | পড়া যাবে ২ মিনিটেশিশুর মেধা বিকাশে করণীয়

শিশুরা যে বয়সে বেড়ে ওঠে, ঠিক ওই সময়ে একটি সুস্থ জীবনধারা প্রয়োজন। পড়ালেখার পাশাপাশি সারা দিন অন্যান্য ভালো কাজের মাধ্যমে শিশুদের সঠিক মানসিক বিকাশ সম্ভব। শিশুর মেধা ও বুদ্ধির বিকাশের জন্য এ সময়টা অনেক জরুরি।

দক্ষ ব্রেন শিশুদের কর্মতৎপর রাখতে পারে।  সেই সঙ্গে তাদের মানসিকভাবেও ভালো রাখে। কয়েকটি বিষয় আছে, যেগুলোতে খেয়াল রাখলে শিশুর সঠিক বিকাশ হবে।

পাজল মেলানো :

আপনার শিশুকে পাজল মেলাতে দিন, এতে করে তার মস্তিষ্কের ডোপামিন লেভেল বাড়ে। তবে  শিশুর বয়স অনুযায়ী তাকে পাজল দিন।

ধাঁধার উত্তর :

সাধারণত ধাঁধার উত্তর প্রশ্নের ভেতরেই থাকে। এর উত্তর খুঁজে বের করলে শিশুর চিন্তা করার ক্ষমতা বাড়ে। সেই সঙ্গে শিশুর বুদ্ধির বিকাশ হয়।

গণিতে মনোযোগী :

অঙ্ক করা অনেকের পছন্দ না। তবে যোগ-বিয়োগ, গুণ, ভাগ করলে ব্রেন শার্প হয়। সমস্যা সমাধান সহজ হয়।

খেলাধুলা :

খেলাধুলা শুধু শারীরিকভাবে ফিট থাকার জন্য জরুরি না, বরং মানসিকভাবে সুস্থ থাকার জন্যও দরকার।  শারীরিকভাবে সুস্থ থাকলে অক্সিজেন ফ্লো স্বাভাবিক থাকে, যা মস্তিষ্ককে সুস্থ রাখে।

নতুন ভাষা শেখানো :

মাতৃভাষার পাশাপাশি আপনার সন্তানকে নতুন আরেকটি ভাষা শেখান।  যে শিশু একটি ভাষা জানে, তাদের তুলনায় যারা দুইটি ভাষা জানে তারা বেশি দক্ষ হয়।

পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম :

পড়ালেখার পাশাপাশি আপনার সন্তানকে ছবি আঁকা শেখাতে পারেন। এতে করে সন্তানের মেধার বিকাশ হবে।সাতদিনের সেরা