kalerkantho

শুক্রবার । ৮ শ্রাবণ ১৪২৮। ২৩ জুলাই ২০২১। ১২ জিলহজ ১৪৪২

যেভাবে ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্যা করেন আলিয়া

অনলাইন ডেস্ক   

১৮ জুন, ২০২১ ১২:৫০ | পড়া যাবে ১ মিনিটেযেভাবে ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্যা করেন আলিয়া

বলিউডের  অন্যতম সুন্দরী অভিনেত্রী আলিয়া ভাট । নিজের রূপ, গুণ দিয়ে মাত করেছেন অনুরাগীদের। একেক সিনেমায় একেক চরিত্রে তাক লাগিয়ে দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি আলিয়া ভাট নিজের ‘নো মেকআপ’ লুকের জন্যেও বলিউডে বেশ জনপ্রিয়। তার উজ্জ্বল,মসৃণ ত্বকের রহস্য কী চলুন জেনে নেওয়া যাক।

রূপচর্চায় মুলতানি মাটির গুনাগুন সকলেরই জানা। অভিনেত্রী আলিয়া ভাটও নিজের ত্বক পরিচর্যার জন্যে ব্যবহার করেন মুলতানি মাটি। সেই সঙ্গে মধুর মাস্ক ব্যবহার করেন আলিয়া।  মাত্র ১৫ মিনিট মুখে হানি মাস্ক রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলেন তিনি। ত্বককে ভিতর থেকে মোলায়েম রাখতে ময়েশ্চারাইজার অনেক জরুরি। অভিনেত্রীও নিজের ত্বকে ব্যবহার করেন ময়েশ্চরাইজার। আলিয়া দিনে একবার মুখে বরফের টুকরো বুলিয়ে নেন। এতে চোখের নিচের ফোলা ভাব কমে এছাড়া ত্বক টানটান থাকে।

মেকআপ ছাড়াই থাকতে বেশি পছন্দ করেন অভিনেত্রী। আলিয়ার সৌন্দর্যের আসল রহস্যই হলো, তার নো মেকআপ লুক। অবাক করা বিষয় হলো রাতে কোন ধরণের নাইট ক্রিম ব্যবহার পচ্ছন্দ করেন না আলিয়া। তিনি মনে করেন রাতে ত্বকের বিশ্রামের প্রয়োজন।  সাতদিনের সেরা