kalerkantho

মঙ্গলবার । ৩০ চৈত্র ১৪২৭। ১৩ এপ্রিল ২০২১। ২৯ শাবান ১৪৪২

বেড়াতে যাওয়ার আগে যে ৩টি জিনিস অবশ্যই ব্যাগে রাখবেন

অনলাইন ডেস্ক   

২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:১৮ | পড়া যাবে ১ মিনিটেবেড়াতে যাওয়ার আগে যে ৩টি জিনিস অবশ্যই ব্যাগে রাখবেন

করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই মানুষ ঘুরতে যাওয়া শুরু করেছে। দীর্ঘদিনের একঘেয়েমি কাটাতে কিছু সময়ের জন্য ঘুরতে যাচ্ছে অনেকেই। কিন্তু এখন যেহেতু দিন বদলেছে তাই বেড়াতে যাওয়ার নিয়মও বদলেছে। দু’-চারটি জামা ব্যাগে ভরে নিয়েই রওনা দেওয়ার দিন আর নেই। করোনার এই পরিস্থিতিতে বাইরে যাওয়ার আগে কয়েকটি জিনিস মনে করে ব্যাগে রাখুন।

কী কী নিতে হবে?

মাস্ক:

হাতের কাছে বেশ কয়েকটি মাস্ক রাখুন। একটি নিয়ে রওনা দেবেন না। পথে কোথাও পরে যেতে পারে বা আপনার সঙ্গীদেরও প্রয়োজন হতে পারে।

পকেট স্যানিটাইজার:

বেড়াতে যাওয়ার আনন্দে স্যানিটাইজার ফেলে যাওয়া চলবে না। যাতে সব সময়ে পকেটে স্যানিটাইজার থাকে। রাস্তায় ঝালমুড়ি খেতে ইচ্ছে হলেও আগে একটু স্যানিটাইজ করে নেবেন হাতটা।

অক্সিমিটার:

পাহাড়-জঙ্গলে ঘুরতে গিয়ে হঠাৎ শরীর খারাপ লাগলে কিন্তু অক্সিমিটার পাওয়া যাবে না। বরং সংক্রমণ বাড়ছেই। ফলে যে কোনও সময়ে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকেই। একটি অক্সিমিটার অবশ্যই সঙ্গে রাখুন।

বেড়াতে যাওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো মনে করে আপনার ব্যাগে রাখুন।

সূত্র: আনন্দবাজার

মন্তব্যসাতদিনের সেরা