kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

ভারতের বিভিন্ন স্থানে ঈদের নামাজ

অনলাইন ডেস্ক   

১ আগস্ট, ২০২০ ১২:১২ | পড়া যাবে ২ মিনিটেভারতের বিভিন্ন স্থানে ঈদের নামাজ

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণজনিত সংকটের মাঝেই আজ শনিবার পালিত হচ্ছে ঈদুল আযহা। ভারতের বিভিন্ন স্থানে ঈদের নামাজে আদায় হয়েছে। ছবিতে দেখে নেয়া যাক দিল্লি, অমৃতসরসহ বিভিন্ন স্থানের ঈদের নামাজের দৃশ্য।  


১. দিল্লির ফতেহপুর সিক্রিতে সকালে ঈদের নমাজে অংশগ্রহণ করলেন মুসল্লিরা। ছবি: এএনআই।


২. অমৃতসরের খয়রুদ্দিন মসজিদে হালকা বৃষ্টিপাতের পরে নমাজে অংশগ্রহণ করেন স্থানীয়রা। ছবি: এএনআই।


৩. আজ সকালে কভিড-১৯ স্বাস্থ্যবিধি বিধি মেনে নিজের বাড়িতেই নামাজ পড়লেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। পরে সংবাদমাধ্যম এএনআই-কে তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভকামনা জানাই। বর্তমানে যেভাবে সারা বিশ্ব করোনা সংকটের শিকার হয়েছে, তাতে প্রার্থনার গুরুত্বের পাশাপাশি সুরক্ষা ও কঠিন মনোবলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ছবি: এএনআই।


৪. সকালে জামা মসজিদে নামাজে যোগ দিতে আসা প্রত্যেক মুসল্লির শারীরিক তাপমাত্রা থার্মোমিটার গান এর মাধ্যমে পরীক্ষা করা হয়। ব্যবস্থা ছিল হ্যান্ড স্যানিটাইজারেরও। ছবি: এএনআই।


৫. ঈদ উপলক্ষে সৌহার্দ্য বিনিময়। শনিবার দিল্লির জামা মসজিদ প্রাঙ্গনে। ছবি: এএনআই।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

মন্তব্যসাতদিনের সেরা