kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

পরামর্শ

আসবাব করোনামুক্ত রাখবেন যেভাবে

ডাক্তার আছেন ডেস্ক   

২৫ জুলাই, ২০২০ ১০:০২ | পড়া যাবে ১ মিনিটেআসবাব করোনামুক্ত রাখবেন যেভাবে

ঘরের ব্যবহার্য চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবে করোনাভাইরাস থাকতে পারে। এসব আসবাব করোনামুক্ত রাখতে করণীয় হলো :

►         ১ শতাংশ সোডিয়াম হাইপোক্লোরাইড দ্রবণ বানিয়ে (১০০ মিলি পানিতে ১ মিলি) অথবা তিন-চার চামচ ব্লিচিং পাউডার সমপরিমাণ পানির সঙ্গে গুলে স্প্রে করুন। সাবধান থাকতে হবে যেন চোখে-মুখে না লাগে।

►         স্প্রে করার পর সম্ভব হলে কিছুক্ষণ ঘরের বাইরে থাকুন, যতক্ষণ না ঝাঁজালো গন্ধটা চলে যায়।

►         অনেকে ডেটল বা স্যাভলন দিয়ে করোনাভাইরাস মুক্ত করার চেষ্টা করে থাকেন। এটা কিন্তু ভুল। মনে রাখতে হবে, ডেটল বা স্যাভলনের কোনো অ্যান্টিভাইরাল ভূমিকা নেই, তবে অ্যান্টিব্যাকটেরিয়াল ভূমিকা রয়েছে। অর্থাৎ ডেটলে ভাইরাস মারা যায় না, তবে ব্যাকটেরিয়া নষ্ট হয়। ডেটলের মূল উপাদান ক্লোরোক্সিলিনল একটা অ্যান্টিবায়োকটিরিয়াল এজেন্ট। তাই ভাইরাস তাড়াতে ডেটল নয়।

 

মন্তব্যসাতদিনের সেরা