kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

আহমেদ মাসুদ   

২৯ জুন, ২০২০ ০৭:১০ | পড়া যাবে ৩ মিনিটেরাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

ধনু (23 Nov - 21 Dec)

কাজে উন্নতির যোগ প্রবল। পরিশ্রমের ফল ভালো। বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে। প্রেম-প্রণয়ে সুসময়। উচ্চপদস্থ কারো কাছ থেকে সহযোগিতা পাবেন। আনন্দে থাকবেন।

মকর (22 Dec - 20 Jan)
ক্যারিয়ার বিষয়ক কাজে অগ্রগতি। কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। কোনো সংবাদে চিন্তিত হতে পারেন। অন্যের কারণে কাজে ব্যাঘাত ঘটবে। মানসিক চাপ সামলে নিন।

কুম্ভ (22 Jan - 18 Feb)
বিদেশ থেকে প্রাপ্ত সংবাদে উৎসাহিত হবেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। বাড়তি আয়ের আশায় সময় ও অর্থ অপচয়। বন্ধুর সহযোগিতার আশ্বাসে স্বস্তি পাবেন। শরীর ভালো রাখুন।

মীন (19 Feb - 20 Mar)
থেমে থাকা কাজের অগ্রগতি। প্রিয়জনের স্বাস্থ্য বিষয়ে চিন্তা। মনের স্থিরতা নষ্ট হতে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন।

মেষ (21Mar - 20 Apr)
কাজে উন্নতির যোগ আছে। আর্থিক সহযোগিতার আশ্বাস পাবেন। যৌথ উদ্যোগের কাজে অগ্রগতি। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। বিনিয়োগ শুভ। আর্থিক লেনদেনে মনোযোগী হোন।

বৃষ (21 Apr - 20 May)
কর্মক্ষেত্রে উৎসাহবর্ধক কোনো যোগাযোগ আসবে। কর্মপরিবেশ বাধামুক্ত। আর্থিক চাপ থাকলেও প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। প্রেম-প্রণয়ে অনর্থক অশান্তি। আধ্যাত্মিকতায় শান্তি পাবেন।

মিথুন (22 May - 21 Jun)
আজ শুভ কিছু ঘটতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহচর্য আনন্দ দেবে। মানসিক চাপ কিছুটা কমবে। বিতর্ক এড়িয়ে চলুন। ভালো থাকুন।

কর্কট (22 Jun - 22 Jul)
কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে। কোনো প্রচেষ্টার অগ্রগতি হবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন। প্রেমে বিপত্তি। সঠিক প্রচেষ্টায় পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।

সিংহ (23 Jul - 23 Aug)
পূর্বের কোনো যোগাযোগে বর্তমানে সুফল পাবেন। বাড়তি আয়ের সুযোগ আসবে। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। মানসিক অতৃপ্তিবোধ কাজের ক্ষতি করবে। শুভাকাঙ্ক্ষীর সাহায্যে স্বস্তি পাবেন।

কন্যা (24 Aug - 23 Sep)
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি। সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি। অসমাপ্ত কাজ কিছুটা শেষ করতে পারবেন। প্রিয় মানুষের সঙ্গে আলোচনায় প্রশান্তি অনুভব করবেন।

তুলা (24 Sep - 23 Oct)
শুভ যোগাযোগে ভালো কিছু হতে পারে। পুরনো সমস্যা সমাধানের অগ্রগতি। পাওনা আদায়ে অগ্রগতি। অর্ধসমাপ্ত কাজ শেষ হবে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। গঠনমূলক চিন্তা করুন। ভালো থাকুন।

বৃশ্চিক (24 Oct - 22 Nov)
কোনো সমস্যা সমাধানের পথ পাবেন। ব্যয় বাড়বে। কোনো ভুলের জন্য আফসোস হবে। লাভজনক কাজ হাতছাড়া হতে পারে। পাওনা আদায়ে বিলম্ব হবে। ইতিবাচক মনোভাব সুফল আনবে।

মন্তব্যসাতদিনের সেরা