kalerkantho

শুক্রবার । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৯  মে ২০২০। ৫ শাওয়াল ১৪৪১

শিশুর মনোজগতে করোনার হানা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি   

২৯ মার্চ, ২০২০ ০৯:৩৭ | পড়া যাবে ২ মিনিটেশিশুর মনোজগতে করোনার হানা

প্রাণঘাতি করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে রক্ষায় পরিবারের সাথে শিশুরাও এখন চার দেয়ালের ভেতর বন্দী। বিদ্যালয়ে যাওয়া, খেলাধুলা এমনকি পাশের বাড়ির বন্ধুদের সাথে মেলামেশাও বন্ধ হয়ে পড়েছে। টেলিভিশন, মুঠোফোনসহ সর্বত্রই ভেসে ওঠছে করোনা ভাইরাস নামটি। 

হঠাৎ করে বন্দী জীবনযাপন শিশুদের মনোসামাজিক জগতে গভীর প্রভাব ফেলেছে। এ কারণে শিশুর মনোপেশীজ কাজেও উঠে আসছে করোনাভাইরাস ও এ থেকে নিজের রক্ষার বার্তা। 

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী নাফিসা হোসেনের আঁকা ছবিতে আমরা এমনটিই দেখতে পাচ্ছি। শিশুটির মা পারভীন বলেন, হঠাৎ করেই পরিবারের সবাই ঘরে আবদ্ধ। টেলিভিশনসহ সকল আলোচনায় ওঠে আসছে করোনাভাইরাস ও এর সংক্রমণ থেকে রক্ষায় উপায়। নিজেরাও এ চর্চা করছি। সঙ্গত কারণেই শিশুদের মস্তিষ্কে এ বিষয়টির প্রভাব পড়েছে।

তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার বলেন, আসলে হঠাৎ করেই প্রতিটি শিশুর লেখাপড়া, খেলাধুলাসহ সার্বিক জীবনযাপন পুরোপুরি বদলে গেছে। এর প্রভাব পড়েছে তার মনোজগতে। পিতামাতার উচিত হবে শিশুকে বেশি করে সময় দিয়ে তার মানসিক অবস্থা সুস্থ রাখা ও লেখাপড়ার ঘাটতি পুষিয়ে নেওয়া।

মন্তব্যসাতদিনের সেরা