kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

শেভিংয়ের জ্বালাপোড়া এড়াতে

কালের কণ্ঠ অনলাইন   

৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:২০ | পড়া যাবে ২ মিনিটেশেভিংয়ের জ্বালাপোড়া এড়াতে

শেভিংয়ের সঙ্গে আমরা সকলেই পরিচিত। দাড়ি-গোঁফ শেভিংয়ে আরামের বিষয়টা জরুরি। কারণ, হাজার হলেও মুখ বলে কথা। রেজার দিয়ে শেভিংয়ের সময় জ্বালাপোড়া যন্ত্রণার বিষয়। এই সমস্যা এড়াতে কিছু পরামর্শ নিন। 

গরম পানি
দাড়ি এবং ত্বক নরম হলে শেভিং বেশ সহজ হয়ে যায়। শেভ করার আগে সম্ভব হলে মুখে গরম বাষ্পের ভাপ নিন। এতে দাড়ি নরম হয়ে যাবে। এছাড়া হরম পানিও ব্যবহার করতে পারেন। উষ্ণ গরম পানি ত্বক এবং দাড়ি নরম করতে সহায়তা করে এর ফলে রেজার থেকে হওয়া জ্বালাপোড়ার ঝুঁকি হ্রাস পায়।

শেভিং ফোম বা জেল
শুষ্ক ত্বকে শেভ করা চরম বিরক্তিকর ও ক্ষতিকর হতে পারে। কারণ এটি সংক্রমণ এবং জ্বালাপোড়ার ঝুঁকি বাড়ায়। শেভ করার আগে ল্যাটারিং আপ করা একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এর জন্য একটি ভালো শেভিং ফোম বা জেল ব্যবহার করুন। এটি আপনার মুখে ম্যাসেজ করুন প্রায় ১-২ মিনিট ধরে।

রেজার পরিবর্তন করুন 
সময়ে সময়ে রেজার পরিবর্তন করা উচিত। পুরাতন রেজারগুলোর ব্যবহারে র‍্যাশ হতে পারে। কেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। এমনটি হলে পুরানোটিকে ফেলে দিন। নতুন একটি ব্যবহার করুন।

চাপ দিয়ে শেভ
চাপ দিয়ে শেভ করলে জ্বালাপোড়ার পোড়ার ঝুঁকি বাড়তে পারে। শেভ করার সময় যতটা সম্ভব কম চাপ দেবেন।

রেজার পরিষ্কার রাখা
শেভ করার আগে নিশ্চিত হওয়া যে রেজারটি পরিষ্কার আছে। প্রতিবার গালে স্ট্রোকের পরে রেজারে যে ফোম এবং দাড়ি লেগে যায় তা পরিষ্কার করে নিন। ব্লেডে আটকে থাকা চুলসহ শেভ করলে জ্বালাপোড়া হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

মন্তব্যসাতদিনের সেরা