kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

কুকুর পুষলে আয়ু বাড়ে

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৯ ২২:২৩ | পড়া যাবে ১ মিনিটেকুকুর পুষলে আয়ু বাড়ে

দ্য আমেরিকান হার্ট অ্যাসোশিয়েশন জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, কুকুর পুষলে তার মালিকেরা দীর্ঘ আয়ু পান। বিশেষ করে যে রোগীরা হৃদরোগ অথবা স্ট্রোকে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই উপায় খুবই কার্যকর।

বাড়িতে পোষা কুকুর রয়েছে এমন মানুষের সঙ্গে যাদের কুকুর নেই, তাদের নিয়ে একটা তুলনামূলক গবেষণা করা হয়েছিল। এক লাখ ৮২ হাজার মানুষ; যারা কখনো না কখনো হৃদরোগে আক্রান্ত হয়েছিল, তাদের নিয়ে সমীক্ষা করা হয়। সমীক্ষায় অংশ নেওয়া সবাই সুইডেনের বাসিন্দা। সমীক্ষায় বলা হয়েছে বাড়িতে কুকুর থাকলে শারীরিক সক্ষমতা থাকে, তার ফলে রোগী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা খুব কমই ঘটে।

যারা বাড়িতে একা থাকেন তাদের শারীরিক সমস্যা হলে তা গুরুতর আকার ধারণ করতেই পারে। তবে বয়স্ক মানুষের সঙ্গে যদি কুকুর থাকে, তবে সচলতা অনেক বেশি থাকে। সে ক্ষেত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটার সম্ভাবনা ৩৩ শতাংশ কমে যায়। আর তার বদলে যদি সঙ্গীর সঙ্গেই থাকেন, তবে মৃত্যুর সম্ভাবনা কমে ১৫ শতাংশ।

মন্তব্যসাতদিনের সেরা