kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

ক্যান্সার সচেতনতা মাস উদযাপন

পুরুষদের মধ্যেও ব্রেস্ট ক্যান্সারের রোগী পাওয়া যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক   

১৪ অক্টোবর, ২০১৯ ০৪:১২ | পড়া যাবে ১ মিনিটেপুরুষদের মধ্যেও ব্রেস্ট ক্যান্সারের রোগী পাওয়া যাচ্ছে

প্রতীকী ছবি

কেবল নারীরা নয়, পুরুষরাও ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন; দেশে এমন পুরুষ রোগীও পাওয়া যাচ্ছে। ফলে নারী-পুরুষ সবাইকে এ বিষয়ে আরো সচেতন হতে হবে। যদিও নারীদের ক্ষেত্রে ঝুঁকি সবচেয়ে বেশি। বিভিন্ন জরিপেও এর প্রমাণ মিলছে।

ক্যান্সার সচেতনতা মাস উদযাপন উপলক্ষে গতকাল রবিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিভাগের উদ্যোগে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে হাসপাতালটির সেবা নেওয়া রোগীদের পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, ২০১৮ সালে এক হাজার ৮২ জন রোগীর ব্রেস্ট স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ৩৫৬ জন (৩৩ শতাংশ) পুরুষ ও ৭২৬ জন (৬৭ শতাংশ) নারী। তাঁদের মধ্যে ২৬-৩৫ বছর বয়সের নারী-পুরুষ বেশি। ওই এক হাজার ৮২ জনের মধ্যে ৮ শতাংশের ক্যান্সার পজিটিভ পাওয়া গেছে। তাঁদের মধ্যে সংখ্যায় কম হলেও পুরুষ ব্রেস্ট ক্যান্সারের রোগী মিলেছে।

অনুষ্ঠানে আনোয়ার খান মডার্ন হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এহতেশামুল হকসহ অন্যরা বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা