kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

ভ্যাপসা গরমে জামায় লাগছে ঘামের দাগ? মুক্তি পান সহজ কিছু কৌশলে

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৫৬ | পড়া যাবে ২ মিনিটেভ্যাপসা গরমে জামায় লাগছে ঘামের দাগ? মুক্তি পান সহজ কিছু কৌশলে

ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে মানুষের। শুধু রাজধানী ঢাকাই নয়; মফঃস্বল এমনকী গ্রাম-গঞ্জেও ভাদ্রের পচা গরমে মানুষ অতিষ্ঠ। কিন্তু কর্মক্ষেত্রে তো যেতেই হবে। কোনো ক্ষমা নেই। বাসে কিংবা রিকশায় চেপে প্রচণ্ড গরমে যাতায়াতের সময় যে ঘটনাটি ঘটে তা হলো, শার্ট ঘামে ভিজে গিয়ে দাগ হয়ে যাওয়া। কয়েকটি কৌশলে ঘামের দাগ লাগার হাত থেকে জামা কাপড়কে রক্ষা করা সম্ভব। এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক :

১. জামা কাপড় পরার আগে ঘাড়ে, বগলে ট্যালকম পাউডার লাগিয়ে নিন। পাউডার ঘাম শুষে নিয়ে দাগ লাগার হাত থেকে বাঁচাবে কাপড়কে।

২. নিয়মিত বগল শেভ করুন। এতে ঘামের দাগও কম হবে, দুর্গন্ধও হবে না।

৩. প্রতিদিন স্নানের সময় ঘাড়, বগলে ভালো করে পরিষ্কার করুন। এতে ঘামের দাগও কম হবে, দুর্গন্ধও হবে না।

৪. যাদের অতিরিক্ত ঘাম হয় তারা ঘাড়, বগল মাঝে মধ্যেই ভেজা বা শুকনো কাপড় বা রুমাল দিয়ে মুছে নিন। এতে ঘাড়, বগল শুকনো থাকবে, জামা কাপড়ে ঘামের দাগও পড়বে না।

৫. অ্যান্টিপারসপিরেন্ট ডিওড্রেন্ট ব্যবহার করুন। এটি ঘাম শুষে নিয়ে আপনার জামা কাপড় শুকনো রাখতে সাহায্য করে। জামা কাপড়ে ঘামের দাগও পড়বে না।

৬. জামার ভিতরে পরার জন্য সোয়েট প্যাড ব্যবহার করতে পারেন। জামা পরার আগে সোয়েট প্যাড পরে নিয়ে তারপর জামা পরুন। এতে জামা কাপড়ে ঘামের দাগও পড়বে না।

মন্তব্যসাতদিনের সেরা