kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

যেসব কাজ সত্যিকারের মানুষ হতে সহায়তা করে

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুন, ২০১৯ ১৬:৪০ | পড়া যাবে ২ মিনিটেযেসব কাজ সত্যিকারের মানুষ হতে সহায়তা করে

আমাদের সমাজে কিছু ধারণা এমনভাবে শেকড় গেড়ে বসেছে যে, নারী-পুরুষ সবাই মনে করেন সেটাই ঠিক। যেমন, রান্নার কাজ নারীই করবে, পুরুষ রান্নার কাজ করলে অনেকেই সেটা বাঁকা চোখে দেখেন। আবার ঘর সামলাবে নারী, বাড়িতে কেউ এলে দরজা খুলে দিতে পুরুষ যাবে না এবং পুরুষ ঘরের কাজ করবে না বলেও ধারণা প্রচলিত আছে।

কিন্তু যুক্তরাজ্যে সম্প্রতি এক গবেষণার ফলাফলে দেখানো হয়েছে, কিছু বিষয় রয়েছে, যেগুলোর মাধ্যমে জানা যাবে আপনি সত্যিকারের মানুষ কিনা।

গবেষকরা বলছেন, সত্যিকারের মানুষ নিম্নের কাজগুলো করে থাকেন।

১. সঙ্গীর প্রতি সদয় থাকা।
২. বাড়িতে আসা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে দরজা খুলে দেওয়া।
৩. সন্তানের দেখভাল করতে সঙ্গীর সমান সময় ব্যয় করা।
৪. মুখ কখন বন্ধ রাখতে হবে, সেটা জানা।
৫. ভয়ে কখনো কেঁদে না ফেলা।
৬. বাচ্চার ন্যাপি বদলে দিতে পারা।
৭. নিজের আবেগ নিয়ে আলোচনা করা।
৮. আত্মপ্রত্যয় দৃঢ় থাকা।
৯. মাতাল হয়ে ঘরে না ফেরা।
১০. রোস্ট বানাতে পারা।
১১. ঈর্ষাকাতর না হওয়া।
১২. শিশুর যত্ন নিতে পারা।
১৩. বাবা হয়েও বাড়িতে থাকতে স্বাচ্ছন্দ বোধ করা।
১৪. সঙ্গীর আস্থা অর্জন করা এবং তাকেও বিশ্বাস করা।

মন্তব্যসাতদিনের সেরা