kalerkantho

সোমবার । ২ কার্তিক ১৪২৮। ১৮ অক্টোবর ২০২১। ১০ রবিউল আউয়াল ১৪৪৩

গ্রীষ্ম-বর্ষায় পারফিউমের সুগন্ধ অটুট রাখতে করণীয়

কালের কণ্ঠ অনলাইন   

৩০ নভেম্বর, -০০০১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগ্রীষ্ম-বর্ষায় পারফিউমের সুগন্ধ অটুট রাখতে করণীয়

১. গ্রীষ্মের দুপুরে কখনও খুব ভারী বা উগ্র গন্ধের পারফিউম ব্যবহার করবেন না৷ গরমে ঘম হওয়ার সম্ভবনা বেশি থাকে৷ ফলে ঘামের সঙ্গে এই ধরণের পারফিউমের গন্ধ মিশে যায়৷ গরমের সময় হাল্কা মিষ্টি গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করুন৷ বিশেষত বিভিন্ন লেবুর গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করা যেতে পারে এই সময়৷
২. কর্মক্ষেত্রে হাল্কা গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করুন৷ গন্ধে ফ্রেসনেস রয়েছে এরকম পারফিউম কর্মক্ষেত্রের জন্য উপযুক্ত৷ এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন ফুলের সুবাসযুক্ত পারফিউম৷
৩. রাতে নতুন ভালো লাগার মানুষের সঙ্গে ডেটিংয়ে থাকলে একটু রোমান্টিক পারফিউম ব্যবহার করতে পারেন৷ এক্ষেত্রে একটু ভারী ফুলের সুবাসযুক্ত পারফিউম ব্যবহার করতে পারেন৷ অথবা একটু রহস্য মেশানো গন্ধ লাগাতে পারেন৷
৪. পারিবারিক কোনও অনুষ্ঠানে একটু মিষ্টি নরম গন্ধের পারফিউম ব্যবহার করতে পারেন৷ এতে আপনার চারপাশে বেশ সুন্দর একটি পরিবেশ তৈরি হবে৷
৫. অফিসের কোনও অনুষ্ঠান থাকলে একটু আধুনিক সাজের সঙ্গে সফিস্টিকেটেড পারফিউম ব্যবহার করুন৷ এক্ষেত্রে আপনি একটু ভারী পারফিউম ব্যবহার করতে পারেন৷ তবে উগ্র নয়৷ একটু এলিগ্যান্ট সুবাসযুক্ত পারফিউম এক্ষেত্রে বেশ উপযুক্ত৷
 সাতদিনের সেরা