kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

ভাস্কর্যের পাশে গণশৌচাগার

২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী। এ ভাস্কর্যটি গাজীপুর জেলার জয়দেবপুর চৌরাস্তার ঠিক মাঝখানে সড়কদ্বীপে অবস্থিত। নানা রকম ব্যানার, ফেস্টুন, পোস্টারের আড়ালে প্রায় সময়ই ঢাকা থাকে এই ভাস্কর্যটি। এ বিষয়ে বেশ কিছু জাতীয় দৈনিকে লেখা প্রকাশের পর প্রশাসন কিছুটা হলেও সচেতন দৃষ্টি রাখে। তেমন ব্যানার, পোস্টার ইদানীং নজরে না এলেও জাগ্রত চৌরঙ্গীর পাশের রাস্তা পরিণত হয়েছে গণশৌচাগারে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাত ছাপিয়ে মূল সড়কও এখন প্রাকৃতিক কাজ সম্পাদনের জায়গা হয়ে দাঁড়িয়েছে। ফলে রাস্তায় চলতে ব্যাঘাত ঘটছে সাধারণ পথচারীদের। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের অনেকটা জায়গাজুড়ে। বাতাসের সঙ্গে মিশে দূষিত হচ্ছে পরিবেশ। ফুটপাতের দেয়ালজুড়ে ইংরেজি ছবির অশ্লীল পোস্টারও নিত্যনৈমিত্তিক চিত্র এখানকার। পরিবার নিয়ে যাতায়াতে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। এ বিষয়ে জনসচেতনতা ও প্রশাসনিক সুদৃষ্টি প্রয়োজন।

রাহাত রাব্বানী, জয়দেবপুর, গাজীপুর।

মন্তব্য