kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

রেলের সেবা বাড়ান

১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্থলপথে যাতায়াতের জন্য সবচেয়ে ভালো, নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা হলো রেল যোগাযোগব্যবস্থা। নিরাপদ ভ্রমণের জন্য মানুষের প্রথম পছন্দ রেলপথ। অথচ কিছু জায়গায় রেল যোগাযোগব্যবস্থা ও সেবা কমছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ রেলস্টেশনে টিকিট পাওয়ার জন্য যাত্রীদের দুর্নীতির আশ্রয় নিতে হয় প্রতিদিন। যাত্রীরা যখন কাউন্টারে টিকিট কাটতে যায়, সিট থাকা সত্ত্বেও যাত্রীদের সিট দেওয়া হয় না। ব্ল্যাকে বিক্রি করা হয় সিটসহ টিকিট এবং কাউন্টারে বিক্রয় করা হয় সিট ছাড়া টিকিট। সিট পাওয়ার জন্য যাত্রীরা কাউন্টারে আকুতি জানালে তাদের এটা বলে আশ্বাস দেওয়া হয় যে যদি তিন-চারটি টিকিট কাটেন তাহলে একটি সিট পাবেন। দূরবর্তী জায়গায় ভ্রমণেচ্ছু যাত্রীদের তখন বাধ্য হয়ে তিন-চারটি টিকিটের টাকা দিয়ে একটি সিট নিতে হয়। বিষয়টি টিকিট কাউন্টার অফিস এবং স্থানীয় পুলিশকে জানানো হলেও তারা এ বিষয়ে কোনো কথা বলা কিংবা পদক্ষেপ গ্রহণ করেনি। এ অবস্থায় কাউন্টারে টিকিট বিক্রি দুর্নীতিমুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।

জসিম উদ্দীন, সূর্য সেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

মন্তব্য