kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

নগরীর জলাবদ্ধতা

১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনগরীর জলাবদ্ধতা

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দীর্ঘদিনের। নগর বাড়ছে, বাড়ছে নাগরিকের সংখ্যা। জমিজমা, খাল-বিল, পুকুর ভরাট হয়ে নিত্যদিন নতুনভাবে ঘরবাড়ি, বাজার, মার্কেট গড়ে উঠছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ কাজের সন্ধানে চট্টগ্রামে প্রবেশ করছে। বাড়ছে বাড়িঘর ও বহুতল ভবন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশনসহ কোনো সেবা সংস্থার নগর উন্নয়নের পরিকল্পনা কাজে আসছে না। বর্ষা মৌসুমে নগরীর খাল-বিল, নালা-নর্দমা উপচে পড়ে বৃষ্টি ও নালার পানি রাস্তায় উঠে বাড়িঘর ডুবে যায়। নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা পানিতে থইথই করে। নগরজীবনে নেমে আসে দুর্ভোগ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যায় পড়তে হয় এবং পরিবেশও নষ্ট করে। নিয়মিত এসব জনভোগান্তি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা থাকলেও ফলপ্রসূ নয়। একদিকে উন্নয়ন কার্যক্রমে রাস্তার খোঁড়াখুঁড়ি, অন্যদিকে নগরীর ছোট-বড় খাল ও নালা ভরাট এবং দখল; বেশির ভাগ নালা, খাল ঘেঁষে মার্কেট ও বাড়িঘর তৈরির কারণে এসব নালা নাব্যতা হারাচ্ছে। সারা বছর উন্নয়ন কর্মসূচির অপরিকল্পিত কার্যক্রম চলতেই থাকে। সমন্বয়হীন কর্মপরিকল্পনার কারণে নগরবাসীর ভোগান্তির সীমা নেই। নিত্য যানজট লেগে থাকে। এ জন্য সংশ্লিষ্ট সেবা সংস্থার সমন্বয় দরকার। আসন্ন বর্ষা মৌসুমে জনগণ জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর আশা করছে।

মাহমুদুল হক আনসারী, চট্টগ্রাম।

মন্তব্য