kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

সবিশেষ

উষ্ণায়নের জেরে অন্ধ হবে অক্টোপাস

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেউষ্ণায়নের জেরে অন্ধ হবে অক্টোপাস

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের তলদেশে ক্রমাগত অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। গবেষকরা বলছেন, এর ফলে গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের দৈহিক দিক থেকে ব্যাপক পরিবর্তন ঘটবে। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর পরিবর্তনটা ঘটতে পারে অক্টোপাসসহ কয়েকটি প্রাণীর মধ্যে। এসব প্রাণী দৃষ্টিশক্তিই হারিয়ে ফেলতে পারে।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের অক্সিজেনে কী ধরনের তারতম্য ঘটছে, সে বিষয়ে গত বছর একটি গবেষণা চালান বিজ্ঞানীরা। সেই গবেষণার প্রতিবেদন সম্প্রতি ছাপা হয় ‘দ্য সায়েন্টিফিক আমেরিকান’ সাময়িকীতে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫০ বছর ধরে সমুদ্রের গভীরে প্রায় ৪০ শতাংশের বেশি অক্সিজেনের পরিমাণ কমেছে। তাতে জীববৈচিত্র্যের ব্যাপক তারতম্য ঘটেছে।

এ ছাড়া ‘দ্য জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজি’ সাময়িকীর তথ্য অনুযায়ী, সাগরের তলদেশে অক্সিজেনের পরিমাণ ক্রমাগত কমছে। ফলে পানির নিচের খাদ্য ও খাদকের মধ্যেও সেই হিসাবে পার্থক্য তৈরি হচ্ছে। অক্টোপাস, স্কুইড ও দুই ধরনের ক্র্যাবের শরীরে পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন ঘটেছে। তারা যেকোনো সময়ে অন্ধত্বের শিকার হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এ ছাড়া অনেক বিরল প্রাণী বিলুপ্ত হওয়ার আশঙ্কাও আছে জোরালোভাবে।

সূত্র : এই সময়।

 

মন্তব্যসাতদিনের সেরা