kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

এনবিআরের প্রজ্ঞাপন

চাল আমদানিতে শুল্ক কর বাড়ল

নিজস্ব প্রতিবেদক   

২৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচাল আমদানিতে শুল্ক কর বাড়ল

চাল আমদানি নিরুৎসাহ করতে পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উদ্দেশ্যে আমদানি করা চালের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি শুল্ক ২৫ শতাংশ বহাল রেখে রেগুলেটরি ডিওটি বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। আগে এ রেগুলেটরি ডিওটি ছিল ৩ শতাংশ।

একই সঙ্গে এসব পণ্যের ওপর ৫ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। গতকাল বুধবার এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত কার্যকর করেছে। প্রজ্ঞাপনটি এনবিআরের ওয়েবসাইট  www.nbr.gov.bd-তে আপলোড করা হয়েছে। এনবিআরের এ সিদ্ধান্তের ফলে চাল আমদানিতে মোট করভার ৫৫ শতাংশে (কাস্টমস ডিওটি ২৫ শতাংশ + রেগুলেটরি ডিওটি ২৫ শতাংশ + অগ্রিম আয়কর ৫ শতাংশ) উন্নীত হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, চলতি ২০১৮-১৯ অর্থবছরে ১০ মাসে প্রায় তিন লাখ তিন হাজার টন চাল আমদানি করা হয়েছে। ফলে দেশের কৃষকরা উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছে। এতে প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছে। কৃষকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে আমদানি পর্যায়ে চালের ওপর আমদানি শুল্ক কর বৃদ্ধি করা হয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা