kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

ময়মনসিংহ সিটি নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হওয়ার পথে আ. লীগের টিটু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হওয়ার পথে আ. লীগের টিটু

আগামী ৫ মে অনুষ্ঠেয় ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেলেন জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ। গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ ঘোষণার ফলে মেয়র পদে একমাত্র প্রার্থী হিসেবে বর্তমানে রইলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এখন নির্বাচিত হওয়ার পথে। শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আহমেদ জানান, জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সুসম্পর্ক আছে। এর আগে রওশন এরশাদ ময়মনসিংহ সদর আসনে এমপি পদে নির্বাচন করার সময় আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। তাই তারাও সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে কোনো প্রার্থী দিচ্ছে না। রওশন এরশাদের সঙ্গে আলোচনা করেই তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিলেন।

 

মন্তব্য