kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

বিকল্পধারার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

নিজস্ব প্রতিবেদক   

২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিকল্পধারার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

বিকল্পধারা বাংলাদেশের মধ্যবাড্ডার কার্যালয়ে সংগঠনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গতকাল মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে। দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ নেওয়ার সূচনা বক্তব্যে সংগঠনটির প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে, একটি গণতান্ত্রিক আবহ চলছে, এটা গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক। বল এখন নির্বাচন কমিশনের কোর্টে, ইসিকেই সুষ্ঠু নির্বাচন করতে হবে, তারা নির্বাচন অবাধ ও সুষ্ঠু না করতে পারলে দায় তাদেরই নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সরোয়ার মিলন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।

১৫৫ জন নেতা বিকল্পধারার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল ২০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য