kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

মৌমাছি তাড়াতে...

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমৌমাছি তাড়াতে...

মৌমাছি তাড়াতে অগ্নিনির্বাপক যন্ত্র।  আনা হলো পানির ফাঁদ, চলল লাঠিপেটাও! অভাবনীয় এমন ঘটনাই ঘটে গত সপ্তাহে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডেতে। ২৭তম ওভারে মাঠে একঝাঁক মৌমাছি ঢুকে পড়ায় দুই দলের ক্রিকেটাররা শুয়ে পড়েছিলেন মাটিতে। কিছুক্ষণ পর মাঠ ছাড়েন ক্রিকেটাররা। স্টাম্পের পেছনে রাখা কুইন্টন ডি ককের হেলমেটে গিয়ে বসে মৌমাছির দল। এ জন্য লাঠি হাতে মৌমাছি তাড়ানোর চেষ্টা করে রণে ভঙ্গ দিলেন। এক মাঠকর্মী অগ্নিনির্বপিক এনে চেষ্টা চালালে কিছুক্ষণ ব্যাকফুটে ছিল মৌমাছি। পরমুহূর্তেই আবার স্বমহিমায় প্রত্যাবর্তন! ফাঁদ হিসেবে পিচের ধারে রাখা হলো পানি। লাভ হয়নি তাতেও। পরে এক পেশাদার মৌচাষি এসে বাক্সবন্দি করলেন মৌমাছি। ৬৫ মিনিট পর আবারও চালু হয় খেলা।

 

মন্তব্যসাতদিনের সেরা