kalerkantho

সোমবার । ২৩ ফাল্গুন ১৪২৭। ৮ মার্চ ২০২১। ২৩ রজব ১৪৪২

জোকস: নেতাদের পোশাক সাদা থাকে কেন?

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৯ ১৫:৪০ | পড়া যাবে ২ মিনিটেজোকস: নেতাদের পোশাক সাদা থাকে কেন?

মন্টু: নেতাদের পোশাক সব সময় সাদা থাকে কেন, বাবা?
মন্টুর বাপ: যাতে করে দল বদল করতে গিয়ে কাপড় বদলাতে না হয় কখনো!
 
                                                (২)
স্ত্রী: বিয়ের আগে কত জায়গায় বেড়াতে নিয়ে যেতে, কত কিছু উপহার দিতে তুমি। কিন্তু এখন ভুলেই গেছ মনে হয়!
 
স্বামী: নির্বাচনের পর কাউকে ভোটের প্রচার চালাতে দেখেছো?
 
                                                (৩)
বাবলু: বাবা আমি বিয়ে করতে চাই না!
 
বাবা: একথা কেন বলছো বাবা?
 
বাবলু: কারণ, মেয়েদের আমি ভয় পাই বাবা! খুব ভয় পাই...
 
বাবা: বিয়েটা করে ফেল, তারপর থেকে দুনিয়ার একজনকেই ভয় পাবি শুধু! 
 
                                                (৪)
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে চা বিরতিতে আড্ডা চলছে অফিসে। 
 
মন্টুর বাপ: ইমরান খান আলোচনার টেবিলে দক্ষ নন...
 
বস: কেন?
 
মন্টুর বাপ: যদি তাই হতো তাহলে তাকে তিন তিনটে বিয়ে করতে হতো না!
 
                                                (৫)
এক পায়ে সাদা আর এক পায়ে নীল জুতো পায়ে স্কুলে এল মন্টু। ক্লাসটিচার তা দেখে বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠলেন
- বের হ ক্লাস থেকে! তাড়াতাড়ি বাড়ি গিয়ে জুতো বদলে আয়!
- তাতে কোনো লাভ হবে না, স্যার। সেখানেও এরকমই দুটো জুতো রাখা আছে!

মন্তব্যসাতদিনের সেরা