kalerkantho

শুক্রবার । ১ মাঘ ১৪২৭। ১৫ জানুয়ারি ২০২১। ১ জমাদিউস সানি ১৪৪২

জোকস: এখানে খুশি হবার কী আছে?

কালের কণ্ঠ অনলাইন   

১০ জানুয়ারি, ২০১৯ ১৫:০৯ | পড়া যাবে ২ মিনিটেজোকস: এখানে খুশি হবার কী আছে?

প্রেমিকা ঝুমার সঙ্গে মন খারাপ মুড নিয়ে দেখা করলো মন্টু। মন খারাপ দেখা যাচ্ছে ঝুমারও। তবে একজন ভাল প্রেমিকা হিসেবে মন্টুর মন ভাল করার জন্য ঝুমা চেষ্টা শুরু করে

ঝুমা: কী হয়েছে তোমার, মাই হিরো!

মন্টু: হিরোর গুষ্টি কিলাই! আর আশা নাই- সব শেষ!

ঝুমা: এতো মন খারাপ করার কী আছে বলবে তো?

মন্টু: বাবা বলেছে এবারও যদি ফেল করি তবে লেখাপড়া বন্ধ করে আমাকে রিক্সা কিনে দেবে...

ঝুমা: ওয়াও! আল্লাহ কী শান্তি, আমার তো বিশ্বাসই হচ্ছে না!

মন্টু: ফাউল মেয়েলোক! এখানে খুশি হবার কী আছে?

ঝুমা: আছে আছে! আমার বাবা বলেছে- এবার ফেল করলে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দেবে আমাকে!

মন্টু: আর চিন্তা নাই- চল তাইলে দুইজনেই ফেল করি এবার...বিয়া কনফার্ম

                                                (২)
দুনিয়ার ওপর থেকে বিশ্বাসটা তখনি উঠে যায় যখন দেখা যায়- ফেসবুকে হামেশা লম্বা-চওড়া স্ট্যাটাস দেনেওয়ালা ‘স্মার্ট’ লোকজন কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বাংলায় কথা বলার জন্য ২ চাপে- মন্টুর বাপের দুঃখ

                                                (৩)
ফেসবুকে নয়- বাস্তবেই আমার সামনে সুন্দরী মেয়েদের লাইন ফেলে দিতে পারি ১০ মিনিটে। কিন্তু...
.............................
.............................

বাবা বলেছে, চটপটির দোকান দিলে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেবে!

মন্তব্যসাতদিনের সেরা