স্ত্রী : আমার সাথে দশ বছর সময় কাটানো তোমার কাছে কি?
স্বামী : আরে সে এক সেকেন্ড মনে হয়। চোখের পলকে কেটে গেল প্রিয়ে ...
স্ত্রী : (খুশি হয়ে) আমার জন্য দশ হাজার টাকা তোমার জন্য কি?
স্বামী : আরে সেত এক টাকার মত। কোন ব্যাপারই না।
স্ত্রী : (ততধিক খুশি হয়ে) তা সোনা আমাকে দশ হাজার টাকা দিতে পারবে এখন?
স্বামী : (গম্ভীর হয়ে) দাড়াও এক সেকেন্ড পরে দিচ্ছি।
মন্তব্য