স্বামী : কতবার বলেছি রান্না করতে করতে মোবাইল দেখো না। এটা ডাল হয়েছে? না লবণ, না-কোনও মশলা।
স্ত্রী : আমিও তোমাকে কতবার বলেছি যে মোবাইল দেখতে দেখতে খাবার খেয়ো না। ভাতে তুমি ডাল দাওনি, পানি ঢেলেছো।
দুই
স্বামী : আজ তরকারিতে লবণ বেশি লাগছে।
স্ত্রী : লবণ ঠিকই আছে। সবজি কম হয়েছে, বলেছিলাম না, তরি-তরকারি বেশি করে আনবে।
মন্তব্য