kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

মজার একটি জোকস্ ...

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৮ ১৭:২৫ | পড়া যাবে ১ মিনিটেমজার একটি জোকস্ ...

বিল্টু বিকেলে তার বন্ধুর সঙ্গে গল্প করছে।

বিল্টু : জানিস? আমার বউ আসলে মানুষ নারে! ... পরী। আমি এতদিন বুঝতেই পারিনি। 

বিল্টুর বন্ধু : বলিস কি?

বিল্টু : হ্যাঁরে! গত রাতে হটাৎ জেগে উঠে ঘুম ঘুম চোখে দেখি; আমার বউ বসে আছে একটু দূরে আর তার মুখ থেকে আলোর আভা বের হচ্ছে!

বিল্টুর বন্ধু : তাই নাকি?

বিল্টু : হ্যাঁরে! সেই আভা কখনো বাড়ছে কখনো কমছে। কিন্তু আমি নড়ে উঠতেই সেই আভা মিলিয়ে গেলো। আর বউ ঝট করে আমার পাশে শুয়ে পড়ল।

বিল্টুর বন্ধু : হা হা হা। 

বিল্টু : তুই হাসছিস?

বিল্টুর বন্ধু : ওরে গাধা ... পরী টরি কিসসু না। তোর বউ তোর মোবাইল ফোন চেক করছিল।

মন্তব্যসাতদিনের সেরা