<p>জুনিয়র অফিসার (গ্রেড–১০) পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করেছে সাধারণ বীমা করপোরেশন। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে ৮ নভেম্বর ২০২৪ বিকাল ৩.৩০টায়। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৩৪২ প্রার্থীর মৌখিক পরীক্ষা হবে ৮ নভেম্বর ২০২৪। উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে (ফুলার রোড, ঢাকা) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষায় নিয়ে আসতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে না। প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনাবলি প্রার্থীদের অবশ্যই পালন করতে হবে।</p> <p>ফলাফল পাওয়া যাবে এই ওয়েবসাইটে: <a href="https://sbc.gov.bd/sites/default/files/files/sbc.portal.gov.bd/notices/b48ece21_162f_4e2f_af9b_68dce4060acf/2024-11-03-12-52-a18e65358c0d1a70b30f9465b03a1389.pdf" target="_blank">https://sbc.gov.bd</a></p>