<p>সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতে জনবল নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।  ৭ ধরনের পদে ১২ থেকে ২০তম গ্রেডে ৯৯ জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ৪ থেকে ১৮ নভেম্বর ২০২৪ বিকাল ৫টার মধ্যে। </p> <p><br /> <strong>পদের বিবরণ:</strong><br /> ১. সুপারিনটেনডেন্ট-১টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সরকারি অথবা আধা সরকারি অফিসে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।<br /> বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–১২)</p> <p>২. অফিস সহকারী-৪৫টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p><br /> ৩. অফিস সহায়ক-২২টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p>৪. মালি-৬টি<br /> যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস। বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p>৫. নিরাপত্তা প্রহরী-১৯টি<br /> যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস। নিরাপত্তা প্রহরী হিসেবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনী অথবা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাহিরা (সৈনিক/ কনস্টেবল) অগ্রাধিকার পাবেন।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p>৬. ইউএসএল (আনস্কিল্ড লেবার)-১টি<br /> যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সাইকেল চালানো জানতে হবে।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p>৭. পরিচ্ছন্নতাকর্মী-৫টি<br /> যোগ্যতা: অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p> </p> <p><strong>আবেদন ফি: </strong>পদভেদে ফি ১১২ থেকে ৩৩৫ টাকা (চার্জসহ)। <br /> <strong>আবেদনের লিংক:</strong> <a href="http://bncc.teletalk.com.bd" target="_blank">http://bncc.teletalk.com.bd</a></p>