<p>জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে (নেপ) ষষ্ঠ ও নবম গ্রেডের ৩ ধরনের পদে চাকরি পাবেন ২০ জন। অনলাইনে আবেদন করতে হবে ২৭ আগস্ট ২০২৪ বিকাল ৫টার মধ্যে। </p> <p><br /> <strong>পদের বিবরণ:</strong><br /> ১. সহকারী বিশেষজ্ঞ<br /> পদ সংখ্যা: ১৫টি<br /> যোগ্যতা: যেকোনো বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিসহ অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং ন্যূনতম ২য় শ্রেণির ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রি।<br /> বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।<br /> বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)</p> <p><br /> ২. বিশেষজ্ঞ<br /> পদ সংখ্যা: ৪টি<br /> যোগ্যতা: ২য় শ্রেণি বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিসহ বা সমমানের সিজিপিএতে এমএড ডিগ্রি অথবা ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এমএড ডিগ্রি। কোনো স্বীকৃত জার্নালে শিক্ষাবিষয়ক ২টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।<br /> বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।<br /> বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)</p> <p><br /> ৩. প্রোগ্রামার<br /> পদ সংখ্যা: ১টি<br /> যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই)/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।<br /> বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।<br /> বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)</p> <p> </p> <p><strong>আবেদন ফি: </strong>চার্জসহ ফি ৬৬৯ টাকা। </p> <p><strong>আবেদনের লিংক: </strong><a href="http://nape.teletalk.com.bd" target="_blank">http://nape.teletalk.com.bd</a></p>