<p>এক হাজার ৩৭৭ পদে খাদ্য অধিদপ্তরে নিয়োগের প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ২৬ জুলাই ২০২৪ তারিখের মধ্যে।</p> <p>এই নিয়োগ কার্যক্রমের পদগুলো হলো অপারেটর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টেভেডর সরদার ও সহকারী অপারেটর। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এই লিংক থেকে: <a href="http://admit.dgfood.gov.bd/applicant/getAdmitCardUP" target="_blank">http://admit.dgfood.gov.bd/applicant/getAdmitCardUP</a></p>