<p>৫ ধরনের পদে ২০ জন নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়ের অধীন ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনাল। পদগুলো ১৩ থেকে ২০তম গ্রেডের। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ১৮ জুলাই থেকে ৮ আগস্ট ২০২৪ বিকাল ৫টার মধ্যে।</p> <p> </p> <p><strong>পদের বিবরণ:</strong></p> <p>১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-২টি<br /> পদ সংখ্যা: ২টি<br /> বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)</p> <p>২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর<br /> পদ সংখ্যা: ৩টি<br /> বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)</p> <p>৩. উচ্চমান সহকারী<br /> পদ সংখ্যা: ৫টি<br /> বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)</p> <p>৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক<br /> পদ সংখ্যা: ৬টি<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৫. অফিস সহায়ক<br /> পদ সংখ্যা: ৪টি<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p> </p> <p><strong>বয়সসীমা:</strong> ১ জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।</p> <p> </p> <p><strong>আবেদন ফি: </strong>পদভেদে ফি ১১২ থেকে ২২৩ টাকা।</p> <p><strong>নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক:</strong> <a href="http://tat.teletalk.com.bd" target="_blank">http://tat.teletalk.com.bd</a></p>