<p>কর্মসূচি সংগঠক (আইডিপি) পদে জনবল নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৪ জুলাই ২০২৪ পর্যন্ত।</p> <p>অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের পাশ হলেই এই পদে আবেদন করা যাবে। কোনো অভিজ্ঞতা ছাড়া অথাৎ ফ্রেসার বা সদ্য স্নাতক পাশ করেছেন এমন যে কেউ আবেদন করতে পারবে। আবেদন ও নিয়োগের ক্ষেত্রে নারী, লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি বা প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয়। বয়সের ক্ষেত্রেও কোন বাধ্যবাধকতা নেই।</p> <p>নিয়োগপ্রাপ্ত একজন কর্মীকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। কর্মসূচি সংগঠক, আইডিপি পদের কর্মীর কর্ম এলাকাগুলো হলো রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, খুলনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, গাইবান্ধা, কুড়িগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ।</p> <p>আবেদন করতে হবে ব্র্যাকের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট (<a href="https://careers.brac.net">https://careers.brac.net</a>) থেকে।</p>